![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ‼
মোঃ খুরশীদ আলম
পশু হলে থাকত বিবেক
মানুষ বলে নাইতো রে
মানুষগুলো পশু হলো
আজব রংয়ের বাজারে ।
সভ্যতা আজ নির্বাসনে
লজ্জা গেল বনবাস
মানুষগুলোর স্বভাব দেখে
পশুও করে উপহাস।
বাঘ-হরিণে একঘাটে খায়
একপাতে তো মানুষ নয়
“মানুষ” বলে দিচ্ছে গালি ?
তাইতো মনে সংশয়।
নিন্দা, ঘৃণা, হিংসা, লোভ
পশুর ভারি অলংকার,
মানুষগুলো পশু হল
তাই নিয়ে বেশ অহংকার।
চলরে ভাগি বন বাদারে
একটু যদি প্রেম পাই,
মানুষ নামের দুঃখ গুছার
আরতো কোন রাস্তা নাই।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: সহমত বড়।
নিয়মের অনুশীলন করবো । কথা দিলাম।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষ আজ পশুর চেয়েও নীচে নেমে গেছে। তবে সবাই একরকম নয়। দোষগুণ মিলিয়েই মানুষ। হয়ত আপনার চারপাশের মানুষগুলোর অনেকেই খারাপ তবে মানুষই কিন্তু সৃষ্টির সেরা জীব।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: “ মানুষ সৃষ্টির সেরা জীব ”
মনুষ্যত্ব আছে বলে।
একমত বড় ভাই।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫
নীল মনি বলেছেন: লেখা মোটামুটি, থিম ভালো।আরেকটু গোছানো হতে হবে লেখায়।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: সারা জীবন কেটেছে অগোছালো অবস্থায়।
ভাগ্যিস আপনাদের সান্নিধ্য পেয়েছি। তা না হলে, অবশিষ্ট টুকুও যেন।
ধন্যবাদ সুপরামর্শ দেবার জন্য, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮
নীল মনি বলেছেন: শুকরিয়া কথাটি ইতিবাচক ভাবে দেখার জন্য।অনেক দূর এগিয়ে যান
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনারাও কিন্তু পাশে থাকতে হবে।
নইলে মাইণ্ড করবো।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ্মানুষ আমি আমার কেন পাখির মতো মন।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: মন হয়েছে পাখির মতো
আচ্ছা, দারুন, বেশ
তাহলে আর দেরী কনে
ভ্রমণ করুন দেশ।
এদেশ থেকে ওদেশ ঘুরে
আনুন শুভ, ভাল
আমার দেশের চতুরদিকে
ছড়াক ন্যায়ের আলো।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: প্রত্যেক মানুষের মধ্যেই একটি পশু বাস করে, সামাজিক নিয়ম কানুন পশু প্রবৃত্তিকে দমিয়ে রাখে।