|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খুকুর ভয় 
                                                    মোঃ খুরশীদ আলম 
ঘ্যংঘোট ঘ্যাং ঘ্যাং 
ডাকে সোনা ব্যাঙ
তাই শুনে সোনা মনির 
কাঁপে যেন ঠ্যাং। 
ভয়ে ভাবে খুকু মনি 
কে জানে এ কি,
এতা বুড়ো হয়ে গেছি !
আগে শুনিনি। 
দুরুদুরু কাঁপে বুক
সোনা মনি ভাবে
আজব এ ডাক শুনে 
বাহিরে না যাবে। 
যেই ভাবা সেই কাজ 
ঘরে বসে রয়, 
সারাদিন চুপ থাকে 
কথাতো না কয়। 
তাই দেখে দাদু ভায়া 
হেসে বলে শোন
ঘর হতে বের হতে 
নেই বাঁধা কোন। 
প্রকৃতির বন্ধু এই ব্যাঙ জেনো 
এর মতো উপকারী 
নেই প্রাণী হেন। 
ফসলের পোকা খায় 
করে সাফ কীট,
বর্ষাতে ঘ্যাংঘোট গ্যাং 
গেয়ে যায় গীত। 
এ নিয়ে আর ভয় নয়
এবারতো হাসো
নিরীহ এ প্রাণীটারে 
তাই ভালবাস। 
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:২২
৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:২২
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ ভাই। 
২|  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:২৬
৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: আপনি কি শিশুদের জন্য লেখালেখি করেন?
ছড়াটিকে আমি ১০ এর মধ্যে ৮ দিব।
+++
  ৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
মোঃ খুরশীদ আলম বলেছেন: না ভায়া আমি শিশুদের জন্য লেখিনা। 
গত রাতে প্রচুর বৃষ্টি ও বজ্রপাতে পাড়ার সকল ব্যাঙ একসাথে ডাকছিল।
কি যে অভাবনীয় সুন্দর পরিবেশ তা বলে শেষ করা যাবেনা। 
আবার আজ সকালে একই অবস্থা হয়েছিল।
ঘুম ভাঙ্গতেই বিছানায় বসে এক লাইন এক লাইন করে লিখে ফেললাম আরকি।
৩|  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৪:২০
৩১ শে মে, ২০১৮  বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: আশীর্বাদ করবেন ভাই।
৪|  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৪:২৯
৩১ শে মে, ২০১৮  বিকাল ৪:২৯
লাবণ্য ২ বলেছেন: চমৎকার ছড়া।
  ৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: দোয়া করবেন।
৫|  ৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২২
৩১ শে মে, ২০১৮  বিকাল ৫:২২
ওমেরা বলেছেন: ব্যাঙ,সাপ দেখলে আমারও ভয় লাগে অবশ্য বাস্তবে কখনে দেখিনি ছবি দেখেই ভয় পাই তবে ছড়া বেশ ভাল লেগেছে ।
  ৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
৩১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: এই বর্ষায় ব্যাঙ দেখার সুযোগটা যেন হাতছাড়া না হয়।
৬|  ০১ লা জুন, ২০১৮  দুপুর ২:১০
০১ লা জুন, ২০১৮  দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আশীর্বাদ করবেন ভাই। 
  আশীর্বাদ  করতে পারবো না। 
ভালোবাসা নিরন্তর। 
  ০২ রা জুন, ২০১৮  ভোর ৪:২১
০২ রা জুন, ২০১৮  ভোর ৪:২১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভালবাসা আর আশীর্বাদের মধ্যে পার্থক্য দেখিনা। কাউকে ভালবাসলে তার কল্যানই চাওয়া হয়। এটুকু হলেও চলবে। নূর ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:১৭
৩১ শে মে, ২০১৮  বিকাল ৩:১৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছড়াটি সুন্দর হয়েছে।