নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

খুশীর ঈদ

১৫ ই জুন, ২০১৮ রাত ৩:৩৬

খুশীর ঈদ
মোঃ খুরশীদ আলম

আজ এসেছে ঈদের খুশি
সবার ঘরে ঘরে
কান্না ভুলে সারাটা দিন
শুধু হাসার তরে।

দ্বেষ ভুলে আর লোভও ভুলে
হাত রেখে হাত হাতে,
গরীব দুখী সবার মাঝে
সুখটুকু বিলাতে।

জর্দা, সেমাই, ফিরনি, কাবাব
ঈদের সেরা দান,
ফেতরা, যাকাত, সদকাটুকু
নিঃশেষে কোরবান।

ঈদটা আসুক বছর ঘুরে
তোমার আমার ঘরে
এসো সবে চাই এ দুয়া
আল্লাহ তায়ালার তরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:২১

কাইকর বলেছেন: সুন্দর কবিতা। লাইক দিলাম ভাই

১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

২| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল, আপনাকে ধন্যবাদ।
সুস্থ থাকুন। দোয়া করি।

৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: মধ্যবিত্তের বড় অংশই খুব কষ্টে আছে।কারো কাছে হাত পাততে পারে না।সে তুলনায় সমাজের উপরতলা ও নীচতলার মানুষেরা দারুণ স্বাচ্ছন্দ্যে আছে।

৪| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: রাজীব ভাই ধন্যবাদ আপনাকে। কোথায় যেন শুনেছিলাম, একজন বলছিল “ এমন এক দিন আসবে যখন এই সমাজে শুধুমাত্র ১) উচ্চ বিত্ত , ২) নিম্ন বৃত্তরাই থাকবে। এক সময়ে এদেশ হতে মধ্যবিত্তরা পালিয়ে মারবে। “

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.