|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভার্চুয়াল জগতটা মানুষের সামাজিকতায় অনেকটা বিচ্ছেদ ঘটিয়েছে,  কি বলেন? এখন মানুষের বন্ধু হাতেগুনা নয়,  অসংখ্য। এক সময় বন্ধুত্বে বিচ্ছেদ ছিল একটা বিশাল ঘটনা আর এখন? এখন সকালে বন্ধুত্ব হয় বিকালে তাকে ব্লক মারা হয়। 
বাবা যার বন্ধু, ছেলেও তার বন্ধু। আগে ছিল চাচা-ভাতিজা। 
এজগতের কল্যানে এখন অনেক সময়ের কাজ অল্প সময়ে করা সম্ভব হচ্ছে। এখন যে কোন সংবাদ, শুভেচ্ছা বিনিময়, সুখ-দুঃখগুলো মুহুর্তেই পুরো পৃথিবী জুড়ে শেয়ার করা সম্ভব হচ্ছে। পার্থক্য একটাই, আগেকার মোয়ামালাত মোয়াশারাত ছিল হৃদয় নিংড়ানো ভালবাসা মিশ্রিত আর এখনকারটা হচ্ছে স্ক্রিনে ভেসে উঠা বিভিন্ন রংয়ের কালারফুল অন্তসার শূন্য কৃত্রিম তামাশা।
আগে কাউকে উপহার দিতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, কুশল বিনিময় করতে গিয়ে পুরো পরিবার ও সমাজের খোজ খবর নেওয়া হতো, খোশ মেজাজে। সুখ দুখের আলাপ করা হতো। কিন্তু এখন? দামি কাপড়, মিষ্টি, হরেক উপহার গিফট করা হয় মোবাইলের স্ক্রিনে। কি আধুনিক রসিকতায় মজে আছি আমরা। আমরা বুঝিনা এই সমস্ত শুভেচ্ছা বার্তায় অভাবির অভাব কমে না, দুখীর দুঃখ লাঘব হয়না। বরং দারিদ্রতাকে আরো উসকে দেয়া হয়। 
তাই বিভিন্ন উপলক্ষে যারা আমাকে ম্যাসেজ করেন আমি সেগুলো দেখে হাসি। বিপদে পড়ে যার কাছে দশ টাকা ধার পাওয়া যায় না, সমস্যায় পড়লে যে ব্যাক্তি আমার ঘাড় ধরে সমস্যার সমুদ্রে আকণ্ঠ চুবিয়ে মারতে চায় সে নাকি আমার ও আমার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে। তামাশা আর বিনোদন যাকে বলে আরকি। 
আমার আপনার আশে পাশে এধরনের ভদ্রলোক অগুনিত। আসুন, এদেরকে চিনি, এদেরকে জানি। নয়তো বড় সমস্যায় ফেলে দিয়ে এরাই আপনার পিঠ চুলকাবে সবার আগে।
 ২২ টি
    	২২ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫০
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: কসমেটিক, কৃত্রিম, লোকদেখানো ও বটে। সম্পর্কের আড়ালে উদ্দেশ্য হাসিলের অশুভ চেষ্টায় লিপ্ত থাকে ধান্দাবাজরা। 
আপনার মূল্যবান মূল্যায়নের জন্য ধন্যবাদ।
২|  ১৬ ই জুন, ২০১৮  রাত ৩:৪৯
১৬ ই জুন, ২০১৮  রাত ৩:৪৯
স্রাঞ্জি সে বলেছেন: পড়ে যে ভাল লাগল
  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫১
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫১
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমারও আপনাকে অনেক ভাল লেগেছে। 
আপনার ব্লগে আসছি এখনই।
৩|  ১৬ ই জুন, ২০১৮  ভোর ৫:২২
১৬ ই জুন, ২০১৮  ভোর ৫:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫২
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫২
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। 
এর বাইরে আর কিছু দিতে পারছি না। 
চট্টগ্রামের আশে পাশে হলে আবশ্যই বাসায় গিয়ে সেমাই খেয়ে আসতুম। 
ধন্যবাদ, সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে।
৪|  ১৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৩
১৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৩
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল লাগল। ঈদ মোবারক।
  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৩
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনাকেও আমার খুব ভাল লেগেছে। ধন্যবাদ জানবেন। 
আপনার ফ্রোফাইলে ওগুলো কি থানকুনি পাতা ?
৫|  ১৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৪
১৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৪
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেকটাই ঠিক।
  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৩
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য। সুস্থতা কামনা করি।
৬|  ১৬ ই জুন, ২০১৮  সকাল ১১:২৪
১৬ ই জুন, ২০১৮  সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
  ১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৪
১৬ ই জুন, ২০১৮  দুপুর ১:৫৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: ঈদ মোবারক, মোবারকবাদ আপনার মন্তব্যে। 
সুস্থ থাকুন আর আমাদের জন্যও দোয়া করবেন।
৭|  ১৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
১৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় খুরশীদ ভাই, খুব ভালো কথা আলেচনা করলেন। সত্যিই তো আমরা এখন কৃত্রিমতাকেই ম্যানার বলে জানি। আর আসলকে ধরে নিই সেকেলে। তাই কেউ আন্তরিক হলে আমরা গাইয়া বা ব্যাকডেটেড বলতেও পিচপা হইনা।  
আশাকরি পবিত্র ঈদ খুব ভালো কেটেছে।  
অনেক শুভ কামনা জানবেন।
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
মোঃ খুরশীদ আলম বলেছেন: দাদা প্রথমেই আপনার সুন্দর গুছালো মন্তব্যের জন্য ধন্যবাদ ও শোকরিয়া। 
পবিত্র ঈদ কেটেছে একরকম। এখন মোটামুটি বয়স হয়েছে, শিশু বয়সের তাল পাইনা। 
তাছাড়া এবার বর্ষা কাল হওয়ায় পুরো চট্টগ্রাম জুড়ে ছিল হাঁটুসম পানিতে সয়লাব। অপরদিকে, আদালতে ডিউটি থাকায় ঈদের দিনও আদালতে কাটাতে হয়েছিল।  
যা হোক, সব মিলিয়ে ভালই কেটেছে দাদা। আলহামদুলিল্লাহ।
৮|  ১৮ ই জুন, ২০১৮  দুপুর ২:১৫
১৮ ই জুন, ২০১৮  দুপুর ২:১৫
নিশাচড় বলেছেন: সুন্দর আলোচনা।
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০০
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ সুন্দর শালীন মন্তব্যের জন্য। 
আপনার টুপিটা কিন্তু দারুন । আমার একটা চাই।
৯|  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৩:২৯
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৩:২৯
নিশি মানব বলেছেন: মানুষের চোখে-মুখে-কল্পনায় আজ প্রানান্ত করনের আপ্রান চেস্টা। কিন্তু কোথাও প্রান নেই।
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০২
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০২
মোঃ খুরশীদ আলম বলেছেন: প্রাণ থাকবে কোথা থেকে? 
আমরা কি কেউ আর বাস্ততে বাস করছি। 
সবাই কেমন যেন কার্টুন কার্টুন হয়ে গেছি। 
সবশেষে হাজারবার ধন্যবাদ জানবেন ভাই।
১০|  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:১২
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় খুরশীদ ভাই,   চিটাগাং আমার শৈশব থেকে শোনা সুন্দর জায়গার একটি, আর আপনি সেই স্থানের মানুষ হওয়ায় অভিনন্দন ও ভালোলাগা রইল। ঈদের দিনেও ডিউটি করতে হওয়ায় আপনার কর্তব্যপরায়ণ জেনে মুগ্ধা হলাম। আসলে যারা আমাদের জীবনকে নিরাপত্তা দিতে গিয়ে নিজেদের চাওয়া পাওয়াকে দূরে রাখতে বাধ্য হচ্ছেন তাদোর জন্য রইল আমার অন্তরের কুর্নিশ ।    
অনেক শুভেচ্চা আপনাকে
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:১৬
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:১৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাই ধন্যবাদ। 
সবাই আপনার মতো করে ভাবেনা। 
অনেকেই বলে “ যত ডিউটি তত টাকা”
আরো কতো কি,
তখন খুব খারাপ লাগে। 
আবার ভাল লাগে যে, সামান্য যোগ্যতায় জনগণের সেবা করতে পারছি। আল্লাহ যদি এই উছিলায় পরপারে  ক্ষমা করেন তবে এই কষ্ট আর কিইবা কষ্ট। 
ধন্যবাদ জানবেন ভাই।
১১|  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২২
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২২
পদাতিক চৌধুরি বলেছেন: আল্লাহতালা আপনার নিয়েত যেন পূর্ন করেন। আমিন ।
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২২
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২২
মোঃ খুরশীদ আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৮  রাত ২:৫২
১৬ ই জুন, ২০১৮  রাত ২:৫২
অক্পটে বলেছেন: এই জগতের সব সম্পর্কই কসমেটিক। এর মাধ্যমে এই প্রজন্ম হৃদয়হীন হয়ে যাচ্ছে। সমাজে তার ছোঁয়া পড়েছে ইতোমধ্যেই।
সুন্দর লেখাটির জন্য ধন্যাবদ।