|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পাঁচ বার যে মেয়েটি তার প্রিয়জনের হাত ধরে পালিয়ে গেছে তাকে কেন মিছামিছি বেধে রাখার চেষ্টা করা। 
তাকে তার পছন্দের ছেলেটির হাতে তুলে দিলেই মনে হয় ভাল হয়। 
আজ আমার অফিসে এসেছিল এমনই একজন প্রেম পাগল মেয়ে। 
তার বাবা ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করেছে। 
পাঁচ বার পালিয়েছে মর্মে মেয়ের স্বীকারোক্তি। 
 
কি হবে কে জানে, 
বড়ই আজব আমরা, আমাদের মন । 
যেখানে লাগে সেখান থেকে আর ছুটতে চায় না। 
মেয়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাদের মেনে নেয়া হলেই হয়তো ভাল হতো। 
কিন্তু দায়িত্ব কাঁধে পরামর্শ তো দিতে পারছি না।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৭
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: স্যার, ঈদ মোবারক। 
প্রথম মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন। 
বড়ই মারাত্বক অসুখ “ ভালবাসা” 
কমেও না বাড়েও না। 
বড়াবড় ১০০ ডিগ্রিতেই থমকে থাকে।
২|  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩১
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩১
রিএ্যাক্ট বিডি বলেছেন: টায়
  ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আহা খোলাসা কইরা কন। এতো বড় শব্দের ওজনতো সইতে পারছি না।
৩|  ১৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
১৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
এখওয়ানআখী বলেছেন: মেয়েটার উচিত হবে ছেলেটাকে ছেড়ে দেওয়া। পাঁচবারেও যখন হয়নি তখন ছেলেটা অন্তত শান্তিতে থাক।
  ১৯ শে জুন, ২০১৮  সকাল ৮:৫৭
১৯ শে জুন, ২০১৮  সকাল ৮:৫৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: অশান্তিতো মাত্র শুরু হলো। 
মাইনর মেয়ে ( কিন্তু মনের দিক থেকে মেজর) পিতার মামলায় ভিকটিম হয়েছে। 
ছেলের ১২ বেজে ১৩ টায় গিয়ে ঠেকবে।
৪|  ১৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
১৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: মেয়েটির এই অবস্থা এক দিনে হয়নি। বাবামা কোনও এক সময় প্যাম্পারিং করার পরিনামও একটা কারন। তবে ওমেয়ে বর্তমানে যার সঙ্গে যেতে চায় তাকেও একদিন ফেলে পালাবে।  যাক খুরশীদভাই আশাকরি  ভালো আছেন।  
অনেক শুভ কামনা আপনাকে।
  ১৯ শে জুন, ২০১৮  সকাল ৯:০০
১৯ শে জুন, ২০১৮  সকাল ৯:০০
মোঃ খুরশীদ আলম বলেছেন: হতাশা ও দুঃখজনক, অন্যান্য সমস্যার সাথে পাল্লা দিয়ে এগুলো বাড়েছে। 
সামাজিক অকক্ষয় মারাত্বক আকার ধারণ করেছে ভাই।
৫|  ১৯ শে জুন, ২০১৮  সকাল ১১:৫১
১৯ শে জুন, ২০১৮  সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: আবেগকে ঝেড়ে ফেলতে হবে।
  ১৯ শে জুন, ২০১৮  দুপুর ১:১০
১৯ শে জুন, ২০১৮  দুপুর ১:১০
মোঃ খুরশীদ আলম বলেছেন: এটাইতো সমস্যা, এ বসয়সে আবেক সেটা একটা বড় খচখচানি, না চাইলেও চুলকাইতে হয়। 
আরো বড় সমস্যা হলো প্রচার মাধ্যমে এর সমস্ত ব্যাপারে সত্যিকারের কোন প্রচারণা নাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৫
১৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
ঐ মেয়ে জীবনে অসুখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।