|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খেলা নিয়ে উন্মাদনা যেন নিজেদের ভাতৃত্ববোধ নষ্ট না করে 
খেলা নিয়ে সবার মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। কথায় কথায় গালমন্দ, ব্যাঙ্গাতক ছবি পোষ্ট করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুককে গরম করে রেখেছে। ভয় হয়, এই সমস্যা না মহা সমস্যায় পরিণত হয়। আশা করব, খেলা  নিয়ে উন্মাদনা নিজেদের ভাতৃত্ববোধ নষ্ট করবে না। 
একই ঘরে কয়েক দলের সাপোর্টার সমস্যাটাকে আরো প্রকট করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না।  একসময় ফুটবল খেলতাম। বাংলাদেশে এই খেলাটির পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক প্রতিভাবানরা খেলেও ভাল করতে পারেনি। খেলতাম শুধু খেলার জন্য, এটা যে বিশ্বময় মাতোয়ারা করবে সবাইকে, তা ভুলেও মনে আসেনি। 
আমি ব্যক্তিগত ভাবে আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু এই জীবনে কখনো সাপোর্ট করতে গিয়ে কোন মিছিল, মিটিংয়ে অংশ গ্রহণ করিনি, কোন বাহাস-তর্কে লিপ্ত হইনি এমনকি কোন পতাকা পর্যন্ত টাঙ্গাইনি ঘরের ছাদে। 
প্রজন্ম পরিবর্তন হয়েছে। আমার ১২ বছরের ছেলে প্রথমে আর্জেন্টিনার সাপোর্টার থাকলেও এখন সে ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছে। ঘরের ছাদে ব্রাজিলের পতাকা লাগিয়েছে। “তিন গোল খেয়েছি কোন লাজ্জা নাই”   বলে আমাকে ক্ষেপাতে চেষ্টা করে, আমি শুনে থাকি আর মনে মনে হাসি। 
খেলার প্রতি, বিভিন্ন দলের প্রতি আমাদের এই ভালবাসা, ভাললাগা যেন হিংসাত্বক রুপ না নেয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। 
বাড়ীর ছোটদের বুঝাবেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে আনন্দ প্রকাশ করতে হয়। ওদের সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া আমাদেরই দায়িত্বের অংশ। মনে রাখতে হবে “ খেলা নিয়ে উন্মাদনা আমাদের ভাতৃত্ব  যেন নষ্ট না করে। ”
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:১১
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ ভাই সহমত পোষণ করার জন্য। সুস্থ্য থাকবেন, দোয়া রইল।
২|  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:২৮
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:২৮
জাতির বোঝা বলেছেন: সুন্দর পোস্ট। পোস্টে ভালো লাগা।
  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৬
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার মন্তব্য ভাল লেগেছে, ধন্যবাদ জানবেন।
৩|  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৪৩
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৪৩
সিগন্যাস বলেছেন: বাঙালিরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা 
  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৮
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: সত্যি বলেছেন, আবেগের বহিঃপ্রকাশটা মাঝে মাঝে অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আবেগ নিয়ন্ত্রনী মানুষের সত্যই বড় অভাব। 
ধন্যবান জানবেন আপনার মূল্যবান বক্তব্যে।
৪|  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫০
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: আমি মনে করি খেলা নিয়ে ভাতৃত্ববোধ আরও বাড়বে।
  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৯
২৪ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: তেমনটা আমিও আশা করি, এটা অতি সাধারণ ব্যাপার কিন্তু আমরা জটিল করে তুলছি আর কি। 
সুস্থ্য থাকবেন,  অসাধারণ ভাল লেগেছে আপনার মন্তব্য।
৫|  ২৪ শে জুন, ২০১৮  সকাল ১১:১১
২৪ শে জুন, ২০১৮  সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: খেলা নিয়ে বিতর্কে মজা পাই অনেকেই বুঝে না। তাদের এবার বুঝতে চাই।  সুন্দর পোস্ট।
  সুন্দর পোস্ট।
  ২৪ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
২৪ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: খেলা নিয়ে বিতর্কের অবসান হোক, চাই সুস্থ্য আলোচনার সুযোগ, সেটা যেন শালীনতা বিবর্জিত না হয়। পারত পক্ষে এসব বিতর্ক এড়িয়ে যেতে পারলেই ভাল হয়। 
ধন্যবাদ জানবেন প্রিয় সহযোদ্ধা, সুস্থতা কামনা করি।
৬|  ২৪ শে জুন, ২০১৮  দুপুর ২:০৪
২৪ শে জুন, ২০১৮  দুপুর ২:০৪
কাইকর বলেছেন: সুন্দর পোস্ট ++
  ২৪ শে জুন, ২০১৮  বিকাল ৫:১৯
২৪ শে জুন, ২০১৮  বিকাল ৫:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল আপনার সুন্দর মন্তব্য, ধন্যবাদ জানবেন।
৭|  ২৪ শে জুন, ২০১৮  বিকাল ৩:২৩
২৪ শে জুন, ২০১৮  বিকাল ৩:২৩
হাঙ্গামা বলেছেন: আমাদের এত আবেগ যে কই থেকে আসে আল্লাহ মাবুদই মালুম।
হাস্যকর সব কর্মকান্ড করি খেলা নিয়ে।
  ২৪ শে জুন, ২০১৮  বিকাল ৫:২০
২৪ শে জুন, ২০১৮  বিকাল ৫:২০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আবেগ থাকাটা মন্দ কিছু নয়। তবে, সেটা যেন ব্যবহার হয় সুন্দর ও সত্যের সন্ধানে । 
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য শোকরিয়া, ধন্যবাদ জানবেন।
৮|  ২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:১০
২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
আমাদের মাঝে ভাতৃত্বভাব আছে?
  ২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৯
২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: জেনে খুশী হলাম।
৯|  ২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৩
২৫ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: কিন্তু আমরা তো এমন টাই করছি। কোথাকার কোন আর্জেন্টিনা আর ব্রাজিল এর জন্য নিজের ভাই বোন ও বন্ধুদের সাথে মারামারি কাটাকাটি লাগালাগি করছি ।
  ২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:০৭
২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:০৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: এখন থেকে আর করবো না, খুশীতো ? 
১০|  ২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:১১
২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:১১
ম্যাড মাক্স বলেছেন: ভাতৃত্ববোধ আর যাবেই বা কি? আস্তিক/নাস্তিক, শাহবাগি/নন শাহবাগি, হিন্দু/মুসলিম, আওয়ামী লীগ/বিএনপি, ইন্ডিয়া পন্থী/পাকিস্থান পন্থী, ধনী/গরীব, শিক্ষিত/অশিক্ষিত, সরকারি/প্রাইভেট এমন না না খন্ডে ভাতৃত্ববোধ কবেই খণ্ডিত করে ফেলেছি আমরা!
  ২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৫
২৫ শে জুন, ২০১৮  সকাল ১০:৫৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবনার উদয় হলো, নতুন করে। 
আপনাকে অসংখ্য ধন্যবাদ, হৃদয়ে সাড়া জাগানিয়া মন্তব্যের জন্য। 
তবে আফসোসের কিছু নাই, ব্যক্তি পর্যায়ে সবাই সবার সাথে সহমর্মিতা জাগিয়ে রাখলে সমস্যা হবার কথা নয়।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৫
২৪ শে জুন, ২০১৮  সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Same opinion