![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০ বছর পূর্তীতে সকলের দোয়া চাই
২০০৮ সালের ২৬ জুন আজকের এই দিনে সরকারি চাকুরীতে যোগদান করি।
দেখতে দেখতে ১০ টি বছর পার হয়ে গেল। এই ১০ বছর অনেক ঘটনা, আলোচনা ও সমালোচনার সাক্ষী।
সব কথা কাগজে কলমে লেখা নাই, অঙ্কিত রয়েছে হৃদয়ের মাঝে।
কিছু সমস্যা এতো প্রকট ছিল যা হয়তো কখনো ভুলা সম্ভব না, ভুলতে চাইলেও না।
যত সমস্যার সম্মুখীন হয়েছি, যতই বাধাগ্রস্থ হয়েছি ততই নতুন করে চলার প্রেরণা পেয়েছি।
সরকারি যে কোন সেক্টরের ব্যাপারে মানুষের এক ধরণের নেতীবাচক মনোভাব কাজ করে। চেষ্টা করেছি মানুষের সমস্যাগুলো হৃদয় দিয়ে অনুভব করে সমাধান দেয়ার। চেষ্টা করেছি মানুষকে সেবা দেয়ার জন্য। জানামতে কখনো কারো সাথে কোন সমস্যায় পড়তে হয়নি। হয়নি কোন মনোমালিন্য।
আল্লাহ যেন এভাবে সুখে দুখে বাকি সার্ভিস সময়টাও পার করে দেন সেজন্য সকলের কাছে দোয়া চাই।
ব্লগার ভাই-বোন ও বন্ধুদের কাছেও সমান ভাবে দোয়া চাই। যেভাবে সার্ভিস দেয়া উচিত সেভাবে হয়তো দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করেন। আমিন। ছবি : গুগল হতে।
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৩১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্য হলাম, শুভেচ্ছা জানবেন।
২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩
কাইকর বলেছেন: শুভ কামনা ভাই
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন এবং শুভেচ্ছা জানবেন।
৩| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১৫
আহমেদ জী এস বলেছেন: মোঃ খুরশীদ আলম ,
ভালো মানুষের কষ্ট হয়তো হয় , মরন হয়না ।
নিজের প্রতি আপনার এমন বিশ্বস্ততা , ভালোবাসা আপনাকে আরো শতবছর এগিয়ে নিয়ে যাক , কামনা করছি ।
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: চিরন্তন সত্য বাক্যে স্নান করালেন ভাই, খুব আনন্দিত হলাম। শুভেচ্ছা জানবেন, দোয়া চাই।
৪| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৪
স্রাঞ্জি সে বলেছেন: শুভ কামনা.
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনাকেও।
৫| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বেঁচে থাকো ভাই যুগ যুগ ধরে
পেয়ে আনন্দ, সুখ
আলোকিত করো দেশটাকে তুমি
ভুলে গিয়ে সব দুখ!
বি. দ্রঃ তুমি শব্দটা ছন্দের স্বার্থে ব্যবহার করা হল
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ছন্দের প্রয়োজনে ‘তুমি’ বলা
নয়তো মোটেও মন্দ,
অনেক খুঁজে পেলাম সেথা
ভালবাসার গন্ধ।
(ধন্যবাদ ভাই, ভালবাসায় সিক্ত করলেন)
৬| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২১
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক দোয় প্রিয় খুরশীদ ভাই ও পরিবারের জন্য। আপনি সুস্থ সবল ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করুন, কামনা থাকলো।
পাশাপাশি দশবছর পূর্ণ মানে একটা ইনক্রিমেন্ট, আমরা ব্লগে টেন ইয়ার্স সেলিব্রেট করবো, খরচ আপনার । ইলিশ ভাজা চাই চাই। হি হি হি।
অনেক শুভ কামনা আপনাকে ও পরিবারকে।
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: ঠিক ইনক্রিমেন্ট নয়, টাইমস্কেল। তবে সেটা আমি পাচ্ছিনা ভাই, কেননা বছর দুয়েক আগে আপনাদের দোয়ার বরকতে আমার পদোন্নতী হয়েছিল।
পরিবারের জন্য, আমার জন্য দোয়া করেছেন। ধন্যবাদ।
ইলিশ ভাজা! কখন খেয়েছি মনে পড়ে না।
তবে আপনাদের উছিলায় যদি হয়ে যায় তা মন্দ হয় না। ধন্যবাদ।
৭| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: ছোট শব্দ কিন্তু কার্যকারিতা বেশ, বিশাল “ গ্রেট” , আপনিও ভাই।
৮| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: সৎ আর নিষ্ঠার সাথে পথচলা আরো দীর্ঘ হোক........
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন।
ধন্যবাদ জানবেন মন্তব্যে।
৯| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
শুভ কামনা আপনার জন্য !
২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:১৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: শোকরিয়া বোন,
বোনরা ভাইয়ের পাশে থাকলে আর কিসে বাঁধা।
১০| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations.
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: থ্যাকংস ভাই। সুস্থ্য থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা।