![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোসাহেবি
=== মোঃ খুরশীদ আলম
চারিদিকে সব চামচার দল
সত্য মিথ্যা বুঝে না,
সুযোগ খুঁজে, সুযোগ পেলেই
সবখানে প্যাচায় ত্যানা।
আলো-আধাঁর নাই ভেদাভেদ
যেথায় সেথায় ঢুকায় নাক,
মন মগজে নাই তো এলেম
বাইরে ভীষণ হাঁকডাক।
ফন্দী আটে কথায় কাজে
বোকার মাথায় ভাঙ্গে বেল
মর্দনেতে এরাই সেরা
যেথায় লাগে যেমন তেল ।
মোসহেব আর চামচারা ভাই
এই সমাজে কমতো নয়,
দাঁত কেলিয়ে হাসছে দেখ
ডানে বায়ে শ’য় শ’য়।
এদের সাথে জুড়ে লেজুড়
চলতে যদি পার ভাই,
সুখে-দুখে দেখবে তোমার
ভাবনার কোন শেষ নাই।
নিজের জ্ঞানে চলবে নিজে
ধারবে না ধার চামচামি,
তবেই সবে থাকবে সুখে
নিপাত যাবে ভণ্ডামী।
ছবি : গুগোল
২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:০৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: জ্বি ভাইয়া, লাইক পাইলাম।
২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: বয়স গুনে কেনবা মৃত্যু,মৃত্যুর তো বয়স নেই,
বয়োবৃদ্ধের মৃত্যু আগে,বাস্তব নয় তা মোটেই।.
২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: “বয়স গুনে কেনবা মৃত্যু,মৃত্যুর তো বয়স নেই,
বয়োবৃদ্ধের মৃত্যু আগে,বাস্তব নয় তা মোটেই।” - যথার্থ বলেছেন রাজীব ভাই, চিরকালের সত্য কথা।
ধন্যবাদসমেত ভাললাগা রইল মন্তব্যে।
৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! আমার বেশ লাগলো।
শুভ কামনা প্রুয় খুরশীদ ভাই।
২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি খুব আনন্দিত, দোয়া করবেন ভাই।
৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭
দৃষ্টিসীমানা বলেছেন: সবাই ভাল হয়ে গেলে জীবনে কোন বৈচিত্র থাকবে না গল্পের বিষয় খুঁজে পাওয়া যাবে না । ভাল থাকুন সব সময় ।
০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: “সবাই ভাল হয়ে গেলে জীবনে কোন বৈচিত্র থাকবে না গল্পের বিষয় খুঁজে পাওয়া যাবে না ।” - একমত হতে পারলাম না। তখন বরং আরো ভাল হবে এবং তখন গল্পের বিষয়বস্তু হবে কে কিভাবে সুখী আছে তা নিয়ে একে অপরের সাথে শেয়ার করা ।
তবে যাই বলেন ব্যাক্তি পর্যায়ে আমাদের সকলের উচিত ধীরে ধীরে ভাল মানসিকতার অনুশীলন করা। ধন্যবাদ জানলাম এবং আপনাকেও জানালাম।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৫
কাইকর বলেছেন: পড়লাম। লাইক দিলাম ভাই