|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সংকল্প 
=== মোঃ খুরশীদ আলম 
উদ্ধলোকে উড়ব আমি, 
রণ ঝংকারে বাজবো রে্ 
পাপিতাপী সব বধ করিতে 
সৈন্য সাজে সাজবো রে্ ।
আঘাত হেনে নাস্তিকের ওই
 আড্ডাখানা ভাঙ্গবো রে্
তুফান হয়ে রণহুংকার 
হাঁকবো আমি হাঁকবো রে্ । 
বজ্র হয়ে জ্বালবো ঘৃণা 
শত্রু সেনার দৃষ্টিরে 
খোদার নুরে আলোকিত 
করবো তাহার সৃষ্টিরে । 
জাত ভেদাভেদ কবর দিয়ে 
গড়ব ন্যায়ের প্রাচীররে। 
সকল কালো অন্ধকারের 
সমাধিখানা ভাঙ্গবো রে। 
  
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা জুলাই, ২০১৮  বিকাল ৫:৩২
০২ রা জুলাই, ২০১৮  বিকাল ৫:৩২
মোঃ খুরশীদ আলম বলেছেন: জ্বি ভাই, বানান সংশোধন করেছি, ধন্যবাদ সুচিন্তিত মতামত দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৮  দুপুর ১:০৪
০২ রা জুলাই, ২০১৮  দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: দুই একটা বানান এদিক সেদিক করে নিবেন আর বানান এডিট করে ঠিক করে নিবেন।