নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

সুখের দীর্ঘশ্বাস

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

সুখের দীর্ঘশ্বাস
মোঃ খুরশীদ আলম

মানুষের মাঝে মানুষের বাস
কেউযে তারে দেখেনা,
হৃদয় ভাসে দুখের স্রোতে
কেউ সেখবর রাখেনা।

লাল-সাদা-কালো, নীল-বেগুনী
শতরঙে তারে সাজাই রোজ,
রক্তস্রোতে বিদ্ধ এবুক
তার বিরহে, রাখেনি খোঁজ।

আকাশ-মাটি এক করে খুঁজি
তার ভালবাসা যদিবা পাই,
ক্ষণিক সুখে হাসিয়া বিভোর
চিরতরে ফের তারে হারাই।

দিকবিদ্বিকে ফের তারে খুঁজি
ভগ্ন হৃদয়ে তাহার বাস,
চিরকার বধু থেকো হেসেখেলে
এইতো সুখের দীর্ঘশ্বাস।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

মিতু হাওলাদার রান বলেছেন: সুখ যেমন সবার জীবনে থাকে তেমনি দুঃখ ও থাকে,কিন্তু মনের দুঃখ আড়াল করে যে সবার সাথে হাসি খুশি থাকে তার মত কজন পারে।তবে দুঃখের মাঝে সুখ খুজে বেঁচে থাকাই হলো সুখের দীর্ঘশ্বাস ...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: কল্পনাতীত সুন্দর মন্তব্যে উদ্ভাসিত হলো হৃদয়, ভাল থাকবেন, দোয়া প্রত্যাশা করি।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: যোজন যোজন অন্যায় করেও মানুষ হাসতে পারে, হাসে, গান গায়, ঘুমাতে পারে, ঘুমোয় ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: “যোজন যোজন অন্যায় করেও মানুষ হাসতে পারে, হাসে, গান গায়, ঘুমাতে পারে, ঘুমোয়। ”- তা না হলে তো স্বাভাবিক জীবনযাত্রা হয়তো ব্যহত হতো।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো।

শুভেচ্ছা প্রিয় খুরশিদভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনার ভাললাগাই আমার সুখপ্রাপ্তি, মন্তব্যে প্রীত হলাম ভাই।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

সনেট কবি বলেছেন: ভালো লাগলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগে আপনার লেখাগুলো, আপনাকেও , দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.