![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষা
==== মোঃ খুরশীদ আলম
অনেক সাগর কেঁদেছি আমি
ডুবেছি চোখের জলে,
দুখের স্রোতে গড়েছি পাহাড়
নিড়হারা পাখি বলে।
তবু কখনো বুঝিনি আমি
চোখে কেন জল আসে,
তোমার পরশ বিহীন এহৃদয়
হারায় মরুর দেশে ।
কোথায় গিয়ে সুখ খুঁজে পাব
পাইনি যে তার দিশা,
তৃষ্ণিত হৃদয় তোমার প্রেমে
আজো মিটেনি পিয়াসা।
তুমি চলেছ দূর দেশ পাণে
আমি রয়েছি চেয়ে,
তোমার স্মৃতি বিরহের সুরে
কাঁদায় মোরে গেয়ে গেয়ে।
আসবে জানি আবার প্রিয়া
মেঠো এপথ ধরি,
গাইবে তোমায় করতে বরণ
জান্নাতের হুর-পরী।
19-11-2018 ইং।
রাত : 11: 46 মিনিট।
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার অনুপ্রেরণায় প্রীত হলাম। দোয়া করবেন।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ ভালো হয়েছে । তবে এতদিন কোথায় ছিলেন ? বহুদিন দেখিনি আপনাকে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি বরাবরই আমাকে খুব ভালবাসেন, আপনার মন্তব্যে তার ছাপ থেকে যায়।
আসলে ভাইয়া ইদানিং ব্যস্ততা একটু বেশী, সেইজন্য নিয়মিত আসা হয়না। তবে সত্যিই আপনাদেরকে খুব ভালবাসি। দোয়া করবেন।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট দেখে ভালো লাগলো।
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার অনুপ্রেরণায় মুগ্ধ হলাম। আসলে ইদানিং ব্যস্ততা একটু বেশী কিনা তাই নিয়মিত আসা হচেছ না। দোয়া করবেন ভাই। আর ক্যামেরাটা পারলে একটু সরাবেন, আপনাকে পুরোপুরি দেখি।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
হাবিব বলেছেন: ভালো লিখেছেন