|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাজাবো তোমায় হরেক রংয়ে 
                                                                                         ============== মোঃ খুরশীদ আলম 
নীল গগনের সব নীল এনে 
              জড়াবো তোমার গায়,
ধরণীর সব সুখগুলো এনে 
              লুটাবো তোমার পায় । 
কুয়াশার সব শীতলতা দিয়ে 
               বানাবো তোমার হার,
জোস্না রাতের মিষ্টি আলোয়
                খুলিবো প্রেমের দ্বার । 
সাগর সেচে মুক্তা আনিবো
               খোপায় গাঁথিয়া ফুল 
শুভ্র মেঘের আলতো আঁচড়ে 
               কর্ণে চাপার দুল। 
বাতাস হতে গন্ধ আনিয়া 
             সাজাবো শাড়ির পাড়,
ঢেউয়ের দোলায় দোলাব তোমার 
               কৃ্ষ্ণ কেশের ধার।  
 
বকুল-চাপার মিষ্টি সুবাসে 
            করাব তোমায় স্নান,
কোকিল, পাপিয়া, বুলবুল সুরে 
            রচিবো প্রেমের গান।  
 
তোমার বেদনা, দুঃখ-যাতনা 
            অঙ্গে করিবো সাজ,
উন্মাদ সম বাসিবো ভাল 
           কথাটি দিলাম আজ।
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০২|  ২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫১
২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫১
হাবিব বলেছেন: অনেক সুন্দর
৩|  ৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
নজসু বলেছেন: 
আপনার ছন্দের বন্ধন
উত্তাল করে দেয় যেন।
  ০২ রা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১৪
০২ রা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: বাবুটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বললেনতো না সে আপনার কি হয়?
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।