|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

ভোলানাথের আজকাল
====== মোঃ খুরশীদ আলম
পথে যেতে দেখা হল ভোলানাথ বোস
বিড় বিড় গালি দেয় কপালের দোষ
মরেছে আক্কেল বিবেকের ঘাড়
কোথাওনা খুজে পায় দু’বেলা আহার। 
নাদুস ভোলানাথ রোগেতে শুকায়
মরণ সহায় হবে, শেষে বুঝি হায় !
  
 
মর্দ ছেলেটি তার হাতে কাম নাই
কলিজার টুকরা মেয়ে, মরেছে জামাই 
পড়নে কাপড় নাই, মুখেতে আহার 
গগণ পানে চেয়ে অশ্রু মুছে বারবার। 
এই তো সেদিন ছিল ঘর ভরপুর 
আঙ্গুলেতে গুণা যায়, নয় বেশী দূর 
সোনার ফসল তার , গোলা ভরা ধান
কেশে সুগন্ধি তৈল, বাটা ভরা পান। 
দৃষ্টি সীমায় ছিল ফসলের হাসি 
উঠান ভরা ধান ছিল রাশিরাশি। 
সব হারিয়ে ভোলা নিজেরে ভুলে 
প্রার্থনা করে কবে, নেবে প্রভু তুলে
সব দিয়ে প্রভু নিয়োনা তা আর
এই দোয়া করে ভোলা, আজ বারবার। 
 
 
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩০
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩০
মোঃ খুরশীদ আলম বলেছেন: দারুণ মূল্যায়ন, শোকরিয়া জানবেন স্যার।
২|  ২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন , অনেক অনেক ভাল লাগা।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩১
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল আপনাকেও, আপনার মূল্যায়ন। শোকরিয়া জানবেন।
৩|  ২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো খুরশীদভাই কবিতাটি।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনাকে আমার বড়াবড়ই ভাল লাগে। শুভকামনা জানবেন, শোকরিয়া রইল।
৪|  ২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: থ্যাকংস ভাই, ভাল থাকুন, প্রার্থনা করি কায়মোনবাক্যে।
৫|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:০৪
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:০৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লাগল আপনাকেও , ধন্যবাদ জানবেন।
৬|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৫
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৫
নজসু বলেছেন: 
মনে হলো সুকুমার রায় পড়ছি। 
দারুণ লেগেছে।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৫
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি আবেগাপ্লুত আপনার উচ্চমূল্যায়নে । মোবারকবাদ জানবেন। 
ভালকথা বাবুটা কার , সত্যি করে বলছি অনেক কিউট, ওকে আমার পছন্দ হয়েছে।
৭|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৮
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইয়া আপনি বরাবরই সুন্দর করে বলেন। অনেক ভাল লাগে আপনাকে।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
২২ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেয়া নেয়া বিধাতার
খেলা বোঝা দায়,
যার যত আছে সে
আরো বেশী চায়।
দিয়ে যদি নেবে বিধি
কেন দিলে এত,
সময়ে বুঝি নাই
দিন হলো গত।