|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সবচেয়ে সুন্দর বাক্য “ তোমায় ভালবাসি”
                                                                                                  ==========মোঃ খুরশীদ আলম
এখানেই আমাদের বড় ব্যর্থতা। আমরা হাজার আইন রচনা করে অনেক জটিলতা নিরসনের পথ উন্মুক্ত করেছি বটে। তবে, কে কখন প্রেমে পড়বে, কে কখন কার ভালবাসায় ডুবে মরবে তার কোন দিনক্ষণ আমরা অনুমান করতে সক্ষম হইনি। দুর্ভাগ্যজনকভাবে এর প্রতিবিধান করা কোন কালেই যথেষ্ট হয়ে উঠেনি, সেকালেও, একালেও। 
  
 
যিনি আজ বড় বড় কথা বলছেন তিনি কাল কারো প্রেমে হাবুডুবু খেয়ে নাকাল হবেন না, তা কে জানে? কেউ যে তার মনের ভাবাবেগ তৈরীতে অবদান রাখবে না তা ঠিক করে বলা মুশকিল।
তাকে কি? প্রেম! দু’টি মনের মহামিলন। হাতে রেখে অনেক দূর পাড়ি দেয়ার সূত্রপাত। তাতে সমাজের কি? কি বা হয় আমার, আপনার। 
ঘুনে ধরা বিষাক্ত পরিবেশে যদি কেউ কাউকে ভালবেসে মিলনের মেলবন্ধন সৃষ্টি করে, শান্তির সুরে পৃথিবীকে ভাসিয়ে দিতে চায় তাইতো হতে দেয়া উচিত। 
সবাই যদি সমস্বরে বলে উঠে, “ ভালবাসি, তোমায় ভালবাসি।” পৃথিবীর বুকে এর চেয়ে সুন্দর কোন বাক্য হতে পারে না। 
 
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
২৯ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: “ আবেগের কাছে মানুষ পরাজিত।” সত্য উপলব্ধির জন্য ধন্যবাদ।
২|  ২৯ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২২
২৯ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩৩
২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:৩৩
নজসু বলেছেন:
আবেগের কাছে মানুষ পরাজিত।