![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় কভু দুষবো না
====== মোঃ খুরশীদ আলম
একটি মনের আত্নহনন
হয়তো কেউ দেখবে না,
কি ছিল তার অজানা কারণ
হয়তো কেউ জানবে না।
উঠবে রোজ গগণে চাঁদ
স্নিগ্ধতা তার থাকবে না,
অদিতির সব প্রাণীগুলো
চিন্তমনে ভাবনে না।
ডুববে না কেউ রুপ সাগরে
থাকবে ফাঁকা আঞ্জুমান,
ভালবাসার আবেগ দ্বারা
করবে না আর সুখস্নান।
লাল মলাটে বাঁধাই করা
কবিতা মোর পড়বে না,
হয়তো আমায় ভিন্ন চালে
ভালবাসি বলবে না।
হৃদয় ভাঙ্গার করুণ সুরে
বিরহের গীত গাইবো না,
সব হারিয়ে নিঃস্ব হবো
তবুও তোমায় দুষবো না।
03-12-2018খ্রি. রাত : 10.29 মিনিট।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: বরাবরই আপনার প্রতি ভাললাগা রইল, ভাল থাকবেন।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন আত্মহনন শুধুই কি বাবাকে অপমান নাকি অন্য কিছু ?
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভেবে বলতে হবে, সুস্থ্য থাকবেন। ভাল লাগল আপনার জিজ্ঞাসা।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: অভিমানে ভরা কবিতা ভাল লাগল ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: অভিমান? হয়তোবা।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
উপমার কাব্য বলেছেন: কতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না । খুব মন এ লেগেছে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল। ভাল থাকুন, প্রিয়জনদের নিয়ে।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০
নজসু বলেছেন:
খুব ভালো লেগেছে।
উপমায় ভরপুর।
কবিতাটা পাঠ করার পর কানে শুধু বাজছে-
তবু তোমায় দুষবো না।
দারুণ!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনিও খুব দারুণ করে বলেছেন। থ্যাংকস।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: রাজীব ভাইও খুব সুন্দর ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
হাবিব বলেছেন: ভাল লিখেছেন............