![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতা
====== মোঃ খুরশীদ আলম
সাঁঝের বেলা
স্বপ্ন মেলা
দেখেছি করে
অবহেলা।
শুনিনি বারণ
খুঁজিনি কারণ
তাইতো কাঁদি
আজি অকারণ।
হৃদয়ের বীণা
বাজে সুর বিনা
বেঁচে থাকা দায়
তুমি হীনা।
আঁধারে ঢাকা
সবগুলো সুখ
ভালাবাসার
বেঁধেছে অসুখ।
ফুলগুলো বুঝি
তাই ফুটে না
হাসতে তারা
করেছে মানা।
তবুও হাসি
চেষ্টা হাসার
খুঁজে ফিরি
তার ভালবাসার।
রয়েছে দূরে
করুণ সুরে
পথ চাই তার
ফিরে আসার।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
হাবিব বলেছেন:
তাইতো কাঁদি
আজ অকারণ
এরকম হলে পড়তে ভালো লাগতো
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: বাহ!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ