![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিণাম
==== মোঃ খুরশীদ আলম
সত্য চিরদিন সত্যই রয়
তবু কেন মানুষ, মিছে কথা কয় ?
দু' মুঠোর বেশিতো পেটে আটে না
তবু কেন খাদকের তাড়া থামেনা ?
তিন টুকরায় শেষে ঢাকে লজ্জা
তবু কেন এতো চলে সাজসজ্জা ?
তিন হাত দৈঘ্যের সাদামাটা ঘর
সব কিছু কেড়ে নিয়ে করে দেয় পর।
তবু কেন প্রাসাদের মস্ত লড়াই ?
টগবগ কেন করে লোভের কড়াই ?
সোজা কেউ চলে যদি, ভাবি দুষমণ
তার পিছে কেন লাগি, দিবা নিশি ক্ষণ।
খাব খাব ভাবনায় সদা ব্যস্ত,
এতো শত ভাবনায় ডুবে দেশতো,
তাই নিয়ে ঘামে নাতো বিবেক কারো
তবে কেন ভাবি সদা, দাওনা আরো ?
ছেলে পুলে বাচাধন পরিচয় নয়,
কেন মন আখেরেরে করনিতো ভয় ?
চেটে পুটে খাবে তারা ধন সবতো
পারলে চুষে খাবে তোর রক্ ত ।
কাড়াকাড়ি-মারামারি সামনে মরা
তোরো নিয়ে ভাবনার নেইতো তাড়া
আঁধারের ঘরে কেন আজ হলো ঠাঁই
এ ঘরেতে পারলে কর্ খাই খাই।
এতো দিন চেটেছিস মজার আহার
ডানে বামে গড়েছিস পাপের পাহাড়
কেন তবে আজ হলি পোকার খানা
সবে তোরো খাবে আজ, কে করে মানা ?
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
পবিত্র হোসাইন বলেছেন: পেটের খিদে , মনের খিদে