![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসুরা এই বাঁশি আর বাজবে না
মোঃ খুরশীদ আলম
বেসুরা এই বাঁশি আর বাজবে না
তুলবে না আর সুর,
অলখে হারিয়ে যাবে
কোনসে বহুদূর।
হবে না পথের কাটা
অশ্রু ফোঁটা
যদিও ঝরে তার
তবুও নিরব রবে, বুকে চেপে
ব্যাথার পাহাড়।
আঁধারে মরবে ডুবে
তবুও ভবে
চাইবে না আর ত্রাণ,
এ বাঁশি বাজবে না আর
গাইবেনা তো
ভালবাসার গান।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাই সুস্থ্য আছেন তো ? আমার জন্য দোয়া করবেন , আমার কবিতা ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে। থ্যাকস বড় ভাই।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় খুরশিদভাই,
কেমন আছেন ? কবিতা ভালো হয়েছে। কিন্তু কেমন কেন এমন বেসুরে ঠেকলো! যাইহোক আঁধার কেটে যাক ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: আলহামদুলিল্লাহ, আছি ভাল একরকম।
আপনি সুস্থ্য আছেন তো ভাই ?
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
বাশি বাজানো আমি শিখব। অনেক দিনের শখ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: তো আর দেরী কেন? শুরু হয়ে যাক, পাঠ ।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
মাহের ইসলাম বলেছেন: বেসুরো কেন বলছেন ?
আমি তো দেখছি, অতি সুরেলা।
ভালো থাকবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি সুর খুজে পেয়েছেন সেটাও একটা সান্তনা, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কবিতা। কবিতার কথাগুলো খুব ভালো লাগল। ধন্যবাদ