নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

নবীপুত্র ঈসমাইল

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

নবীপুত্র ঈসমাইল
===== মোঃ খুরশীদ আলম



ঈসমাইল তুমি দেখিয়ে দিলে
বিশ্ববাসী উম্মতেরে,
কেমন করে প্রভুর হুকুম
মানিতে হয় নতশীরে ।

যোগ্যপিতার পুত্র তুমি
নবীর সহিহ বংশধারা
তাইতো মুমিন তোমা হতে
শিক্ষা নিতে পাগল পারা।

পশুর গলায় নয়তো ছুরি
চালাই তাহা বিবেক মাঝে
কোরবানি দি হিংসা বিভেদ
দূর করিতে সকল কাজে।

বিশ্ববাসী মুমিনগণে
রাখবে স্মরন তোমার শান
নয়তো মোরা কিসের মুমিন
কেমনে হব মুসলমান।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

হাবিব বলেছেন: সুন্দর.........

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: ধনব্যবাদ জানাই হাবিব স্যারকে। ভাল থাকবেন ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: আপনি অনেক সহজ সরলভাবে প্রশংসা করতে জানেন। চিরতরুণ থাকুন। ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

সেলিম৮৩ বলেছেন: ভালো লাগলো। অনেক ভালোবাসা রইলো।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আপনার ভালবাসার উত্তম প্রতিদান দিন।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

নজসু বলেছেন:



খুব সুন্দর।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: বাবুটা অনেক মিষ্টি, ওর নাম কি?

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনাকে ধন্যবাদ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

নজসু বলেছেন:

১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:১৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: অনেক দেরী করলে ফেললাম, যাক আমার জন্য প্রতিটি দিনই এক একটা নতুন বছর।

৭| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩

নজসু বলেছেন:



ওর নাম আয়ান আল আরাফ।
দোয়া করবেন।

২৩ শে জুন, ২০২০ সকাল ১১:২৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: দোয়া রইল মা-ছেলে দু’জনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.