![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরোয় কিছু অতি প্রয়োজনীয় টিপস
পানির বোতল, বালতি, মগ বা ওয়াসিং বেসিনে পানির বিশ্রী দাগ হয়ে যায়। ভিনিগার গরম করে তাতে নুন মিশিয়ে এই মিশ্রনটি দিয়ে ঘষুন লাল দাগ উঠে যাবে।
রান্নার পর গরম কড়াই কাগজ দিয়ে ধরে মাজলে তেল ও পোড়া দাগ তাড়াতাড়ি উঠে যাবে।
অমলেট বা কেকের জন্য ডিম ফোটাবার সময় দু চার ফোটা লেবুর রস ফেলে দেন। স্বাদ অন্যরকম হবে ও পাত্রে ডিমের গন্ধ থাকবে না।
কচু কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নিন- হাত চুলকাবে না।
করলা যদি খুব তেতো হয় তবে টুকরো করে চালধোয়া জলে ডুবিয়ে রাখুন ।তিক্ততা কমে যাবে। করলার পেট চিরে দিরে সহজে পাকে না।
শাকসবজি দু-চারদিনের বাসি হয়ে এলে শুকিয়ে বিবর্ন হয়ে যায়। এ ধরনের সবজি কাটার আগে ঘন্টা খানেক ঠান্ডা জলে অবশ্যই কয়েক ফোঁটা পাতিলেবুর রসে ডুবিয়ে রাখবেন।
জুতো পালিশ করার সময় ব্রাশটি জ্বলন্ত বাল্ব বা হিটারের সামনে রেখে একটু গরম করে নেবেন। আলাদা চমক আসবে।
সদ্য-ছাড়ানো কলার খোসা বিবর্ন চামড়ার জুতোর উপর ঘষে নিন। তারপর পরিস্কার কাপড় দিয়ে জুতোটা পালিশ করে দেখুন-কেমন হয়।
চামড়ার জুতো পালিশ করতে এক টুকরো আলু ঘষে নিন। তার উপর পালিশ করলে জুতোটা নতুনের মত ঝকঝক করবে।
শার্টের কলার বা হাতা থেকে ময়লা তুলতে সাবান দিয়ে কাচার আগে সে সব জায়গায় এক টুকরো চক ঘষে নিন। চক তেল শুষে নেবে। তারপর সাবান দিয়ে ময়লা ছাড়ান।
বিছানার চাদর, টেবিল ক্লথ, বালিশের ওয়ারে চা কপি পড়ে গেলে তার উপর কিছুটা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। ঘন্টা দু-তিন পর ধুয়ে ফেলুন।
জামা কাপড়ের উপর থেকে চিউয়িংগাম তুলতে গেলে তার উপর বরফ ঘষে নিন। এতে আঠা জমে যাবে। ছুরি দিয়ে চেঁচে ফেলুন। পরে সাবান ও গরম জলে ধুয়ে ফেলুন। অথবা ডিমের সাদা অংশ ঢেলে দিন। গাম টানলে উঠে আসবে।
আরো জানতে ক্লিক করুন এই লিংকে
ঘরোয়া টিপস
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১
মোঃ মনির৮৪০৪ বলেছেন: see more