নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মনির৮৪০৪

none

মোঃ মনির৮৪০৪ › বিস্তারিত পোস্টঃ

ঘরোয়া টিপস

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

ঘরোয় কিছু অতি প্রয়োজনীয় টিপস

 পানির বোতল, বালতি, মগ বা ওয়াসিং বেসিনে পানির বিশ্রী দাগ হয়ে যায়। ভিনিগার গরম করে তাতে নুন মিশিয়ে এই মিশ্রনটি দিয়ে ঘষুন লাল দাগ উঠে যাবে।

 রান্নার পর গরম কড়াই কাগজ দিয়ে ধরে মাজলে তেল ও পোড়া দাগ তাড়াতাড়ি উঠে যাবে।

 অমলেট বা কেকের জন্য ডিম ফোটাবার সময় দু চার ফোটা লেবুর রস ফেলে দেন। স্বাদ অন্যরকম হবে ও পাত্রে ডিমের গন্ধ থাকবে না।

 কচু কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নিন- হাত চুলকাবে না।

 করলা যদি খুব তেতো হয় তবে টুকরো করে চালধোয়া জলে ডুবিয়ে রাখুন ।তিক্ততা কমে যাবে। করলার পেট চিরে দিরে সহজে পাকে না।

 শাকসবজি দু-চারদিনের বাসি হয়ে এলে শুকিয়ে বিবর্ন হয়ে যায়। এ ধরনের সবজি কাটার আগে ঘন্টা খানেক ঠান্ডা জলে অবশ্যই কয়েক ফোঁটা পাতিলেবুর রসে ডুবিয়ে রাখবেন।

 জুতো পালিশ করার সময় ব্রাশটি জ্বলন্ত বাল্ব বা হিটারের সামনে রেখে একটু গরম করে নেবেন। আলাদা চমক আসবে।

 সদ্য-ছাড়ানো কলার খোসা বিবর্ন চামড়ার জুতোর উপর ঘষে নিন। তারপর পরিস্কার কাপড় দিয়ে জুতোটা পালিশ করে দেখুন-কেমন হয়।

 চামড়ার জুতো পালিশ করতে এক টুকরো আলু ঘষে নিন। তার উপর পালিশ করলে জুতোটা নতুনের মত ঝকঝক করবে।

 শার্টের কলার বা হাতা থেকে ময়লা তুলতে সাবান দিয়ে কাচার আগে সে সব জায়গায় এক টুকরো চক ঘষে নিন। চক তেল শুষে নেবে। তারপর সাবান দিয়ে ময়লা ছাড়ান।

 বিছানার চাদর, টেবিল ক্লথ, বালিশের ওয়ারে চা কপি পড়ে গেলে তার উপর কিছুটা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। ঘন্টা দু-তিন পর ধুয়ে ফেলুন।

 জামা কাপড়ের উপর থেকে চিউয়িংগাম তুলতে গেলে তার উপর বরফ ঘষে নিন। এতে আঠা জমে যাবে। ছুরি দিয়ে চেঁচে ফেলুন। পরে সাবান ও গরম জলে ধুয়ে ফেলুন। অথবা ডিমের সাদা অংশ ঢেলে দিন। গাম টানলে উঠে আসবে।

আরো জানতে ক্লিক করুন এই লিংকে



ঘরোয়া টিপস

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

মোঃ মনির৮৪০৪ বলেছেন: see more

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.