![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা-মায়ের অভিযোগ: আমার বাচ্চা খেতে চায় না।
করণীয়: ফালাইয়া রাখেন কয়দিন খাবে না
সবার সাথে খাওয়াতে বসান। তার জন্য আলাদা প্লেট গ্লাস ব্যবহার করুন। কখনো "আহহারে আমার বাচ্চাটা কিচ্ছু খেলো না" বলে নিজে খাওয়াতে যাবেন না। কয়েক দিন এ অভ্যাস করলে ঠিক ঠিক খাবে। জাঙ্ক ফুড খাওয়াবেন না। তাতে ক্ষুধা নষ্ট হয়ে যায়।
বাবা-মায়ের অভিযোগ: আমার বাচ্চা শুধু মোবাইলে গেম খেলে।
করণীয়: এর জন্য আপনারা দায়ী। মোবাইল কোন খেলনা নয়। এখনি সোনামণির হাত থেকে মোবাইল নিয়ে নিন। কিছুক্ষণ কান্না কাটি করবে। তারপর সব ঠিক হয়ে যাবে। দিনের একটা সময় আউটডোর গেমসে অভ্যস্ত করান।
বাবা-মায়ের অভিযোগ: আমার বাচ্চা গালি দেয়/ পচা কথা বলে।
করণীয়: খবর নেন বাসায় কেউ কখনো গালি দেয় বা দিয়েছিল কি না। অথবা বাচ্চার সাথে আর কার কার সখ্যতা আছে? তারাও গালি দিতে পারে। সুতরাং সে অনুযায়ী ব্যবস্থা নিন।
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: সুন্দর উপদেশ।