![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশিয় পণ্য কিনুন, দেশের টাকা দেশে রাখুন শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে গত বছরের জুলাই মাসে আমি একটি ওয়ালটন প্রিমো এন মোবাইল কিনি। দাম দিলাম ১২৯৯০ টাকা। উপহার দিলাম আমার স্ত্রীকে। ওয়ালটন মোবাইল দেখে একটু নাখোস হলেও তিনি সেটিকে সাজিয়ে গুজিয়ে ( ফোনের সামনে পেছনে বিভিন্ন স্টিকার লাগিয়ে) সেটি ব্যবহার শুরু করেন। প্রথম থেকেই সেটিতে সফটওয়্যার ইন্সটলজনিত কিছু সমস্যা হত। মেমরিতে জায়গা থাকা সত্ত্বেও বলতো ইন সাফিসিয়েন্ট মেমরি। আমি আমার টেকি জ্ঞান দিয়ে যতটা সম্ভব সেগুলো সমাধান করে দিতাম। সেটটির ওয়ারেন্টি ছিল ১বছর। সে হিসাবে এবছরেরর জুলাই মাসে ওয়ারেন্টি পিরিয়ড শেষ। এর মাত্র ১ সপ্তাহ পরেই ফোনটি হঠাৎ অফ হয়ে যায়। অন্য কোথাও না দেখিয়ে ওয়ালটনের সার্ভিস সেন্টারে সেটিকে নিয়ে গেলাম। শুধুমাত্র ফোনটি জমা দিতে লাইনে দাঁড়ালাম ২ ঘণ্টা। তারপর সমস্যা বলতেই তাঁরা ফোনটি রেখে আমাকে জানালেন যে কোনো যন্ত্রাংশ লাগলে আমাকে ফোন করে দাম জানাবেন। আমি রাজি থাকলে ফোনে কাজ করবেন। (সার্ভিস সেন্টারে যে পরিমাণ ভিড় দেখেছি তাতে ওয়ালটনের পণ্য সম্পর্কে নেতিবাচক ধারণাই হলো।)
ফোনের অপেক্ষায় থাকলাম। এক সপ্তাহ পর আমাকে ফোনে জানানো হলো ফোনের মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে। এটা নতুন লাগাতে ৫,১০০/ টাকা লাগবে। আমি রাজি আছি কিনা!!
আমার মাথায় তখন হিসাব চলছে, ১২৯৯০ বা প্রায় ১৩০০০+৫০০০= ১৮০০০ টাকা দিলে এক বছর আগে আরো ভালো মোবাইল সেট কিনতে পারতাম!!
এরপর নষ্ট সেটটি হাতে পেতে আরো ১০ দিন।
পেলাম একটি ওয়ালটনিয় শিক্ষা!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি মূলত তাদের প্রচারণায় কাৎ। বাস্তবে তারা মানসম্পন্ন পণ্য দিচ্ছে না।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
সুমন কর বলেছেন: এর আগেও এদের বিরুদ্ধে শুনেছিলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি বিষয়টা মাথা থেকে নামাতেই পারছি না। ১৩০০০ টাকার পণ্য ১ বছরেই খতম!!!
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: দেশী পন্য কিনে হন ধন্য।
পন্যের মান ঠিক না রেখে শুধু প্রচারে সীমাবদ্ধ আমাদের দেশী পন্য।
জনাব আল ইমামের সাথে আমি সহমত।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
অাল ইমাম বলেছেন: ধন্যবাদ নুর ইসলাম রফিক
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আমি ৩৩৫০০ টাকায় এইচপি ১০০০, ল্যাপটপ কিনছি ওয়ারেন্টি পিরিয়ডের ১ মাস পরেই ওটার মাদারবোর্ড নষ্ট , ঠিক করতে লাগবে ১২-১৩ হাজার। ওটা মেইড ইন চায়না ছিল,।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
উদ্ভট ভাবনাবিদ বলেছেন:
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ওয়াল্টন দেশীয় পন্য হল কিভাবে??? চায়না থেকে সব কিনে এনে দেশে জোড়াতালি দেয়!
জনগনরে ভোদাই বানাইয়া বিজনেস!!!!!!
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
জ্যানাস বলেছেন: আসলে বিষটা দুর্ভাগ্য!! অনেকেকে দুই বছর ধরে ওয়ালটন মোবাইল ও ট্যাব ব্যবহার করতে দেখছি এতে সমস্যা হয়েছে বলে শুনিনাই। সব মোবাইল এই এক বছরে নষ্ট হওয়ার রেকর্ড আছে।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
এহসান সাবির বলেছেন: ওয়ালটন বাইক কিনে আমার এক বন্ধু প্রায় প্রায় গলায় দড়ি দেবার কথা বলে, প্রতিদিন নষ্ট হয়, সেল করবার জন্য চেষ্টা করলে কেও কিনতেও চায় না......
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
জীবনের খাতা বলেছেন: আমার ওয়ালটন ফোনের টাস সমস্যা। দেড় বছর ব্যাবহার করছি।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
মিজভী বাপ্পা বলেছেন: হুমম খুবই দুঃখজনক। প্রথমেই আপনি একটি ভুল করে ফেলেছেন সেটা হল December, 2013 সালে রিলিজ হওয়া সেট টি কিনে। কেননা এই সেটটি বের করার পরই ওএস জনিত সমস্যা, হার্ডওয়্যার জনিত সমস্যা বিদ্যমান রয়েছেই। এরপরেও আপনার এই ডিভাইসটি কেনা এক হিসেবে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই বলতে পারছি না। কেননা ওদের সব সেট রিব্রান্ড করা। আর WALTON এর যে সব সেট গুলো GIONEE ব্রান্ড থেকে রিব্রান্ড করেছে সেগুলোই ভালো পরেছে [কিছু সংখ্যক বাদে]। আমি যেমন আপনার WALTON এর প্রিমো H3 মডেলটি ইউজ করছি আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি। এখনো পর্যন্ত অনবদ্য পারফর্মেন্স। এই সেটটি GIONEE CTRL V5 থেকে রিব্রান্ড করা। GIONEE থেকে রিব্রান্ড করা সব সেটই যে ভালো তা কিন্ত নয়, এছাড়া E2, NX, Z, GM, H2 ইত্যাদি সহ আরো ডিভাইস ও ভালো করেছে। সিম্ফোনির ও কিন্তু একই কাহিনী।
যাই হোক ভাই ওয়ালটনের কেয়ারের যে মিস্ত্রিগণ রয়েছে উনারা নরমাল মোবাইল দোকানের কারিগরের মতই। কারণ ঐ সব ডিভাইস যখন ওরা মার্কেটে আনে তখন সে সাথে কিছু এক্সপায়ার পার্টস ও আনে। আর ওরা ঐটাকেই গুঁতিয়ে গুঁতিয়ে যা পারে ঠিকঠাক করার অপচেষ্টা করে। অনেক সময় যতদূর ভালো ডিভাইসটি দিয়েছেন তার থেকে বরং খারাপ করেই ডিভাইস রিফান্ড করে আমার ফ্রেন্ডের সাথে এমনটি হয়েছে WALTON WALPAD 8 এ।
আপনি ডিভাইসটি ওদের থেকে ফেরত এনে বাসায় রেখে দিন। পারলে নতুন কোন সেট কিনে ব্যবহার করুন, কেননা যে দাম চেয়েছে সে দাম দিয়ে নতুন ভালো সেট পাবেন এখন। আর কোন সেট নেয়ার আগে যথাসম্ভব সেটি রিলিজ ডেট এবং ইউজারদের এক্সপেরিয়েন্স জেনে নিবেন। রিলিজ ডেট টা লক্ষ্য রাখতে বলছি এ কারণে আপনি যদি কয়েকমাস পুরানো ডিভাইস কিনেন তাহলে ঐগুলোর সাপোর্ট ঠিক মত ওরা দিতে পারে না। এটি মূলত নির্ভর করে ডিভাইসটি বিক্রির উপর। ডিভাইস ফ্লপ হলে সার্ভিসও তেমনই করে। অনেকের মতে কথা গুলো অবিশ্বাসযোগ্য হলেও আমাদের দেশের কোম্পানী গুলো থেকে আফটার সেলস সার্ভিস আশা করাটা এক প্রকার হাতে চাঁদ পাওয়ার মতই আর যে সব ডিভাইস নিবেন সেগুলো ধরেই নিবেন ১ বছর পর ডিভাইসটি তার বোনাস লাইফে বাঁচতেছে। যদি টিকে যায় তাহলে তো গেল। নইলে বাদ দিয়ে দেয়াই শ্রেয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ অনেক সুন্দরভাবে প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরার জন্য। ভালো থাকবেন।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আলাপচারী বলেছেন: ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ওয়াল্টন দেশীয় পন্য হল কিভাবে??? চায়না থেকে সব কিনে এনে দেশে জোড়াতালি দেয়!
জনগনরে ভোদাই বানাইয়া বিজনেস!!!!!!
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
কালীদাস বলেছেন: আপনি ইস্টার্ণ প্লাজায় সায়েম (নাকি সাইম) ইলেক্ট্রনিকস নামে একটা দোকান আছে ওখানে নিয়ে যান। এরা রিপেয়ার করতে অন্যান্য দোকাম থেকে চার্জ খানিকটা বেশি রাখবে, কিন্তু এরাই এই মার্কেটে সবচেয়ে ভাল আর পুরান। মাদারবোর্ডের জন্য এত টাকা কোনভাবেই লাগবে না।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
গেম চেঞ্জার বলেছেন: হায় হায় । তাইলে আমি কি করাম
সবে ৩-৪ মাস হইছে । পারফরমেন্স দেখতেছি ঠিকই আছে । মডেল প্রিমো আর এক্স ২ ।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
বাকি বিল্লাহ বলেছেন: একই রকমের অভিজ্ঞতা আমারও হয়েছে। নষ্ট হয়েছে ঠিক এক বছর পরেই। আপাতত অজ্ঞান অবস্থাতেই আছে... বউকে আবার নতুন মোবাইল দিতে হল
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
মাঘের নীল আকাশ বলেছেন: @মিজভী বাপ্পা December, 2013 সালে রিলিজ হওয়া সেট টি কিনে। কেননা এই সেটটি বের করার পরই ওএস জনিত সমস্যা, হার্ডওয়্যার জনিত সমস্যা বিদ্যমান রয়েছেই...এইগুলা কোথা হতে জানা যাবে বলবেন কী?
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
মোরশেদ পারভেজ বলেছেন: 'মেমরিতে জায়গা থাকা সত্ত্বেও বলতো ইন সাফিসিয়েন্ট মেমরি।'
আমারটার ও একই সমস্যা।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
টিটো মোস্তাফিজ বলেছেন: দুঃখজনক। তবে অন্য কোম্পানি গুলোও কম যায় না। সিম্ফনি wব৭০ q কিনে অনেক ভুগেছি। ভোক্তা অধিকার আইনে মামলা করার কথা ভেবেছিলাম
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
মুহিব মোরসালিন বলেছেন: শিক্ষা টা আমিও কয়েক দিন আগে পেলাম!! ৭ দিনে চারবার কেয়ারে দৌড়াইতে হইছে! এদের সেট গুলা না যতটা খারাপ তার চেয়ে বেশী খারাপ অবস্থা এদের সার্ভিস সেন্টার গুলার!!
২০| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বিদেশী পার্টস এনে দেশে এসেম্বল করে স্বদেশী পণ্যের তোকমা লাগিয়ে ব্র্যান্ড করে বাজারে ছাড়া মন্দ কিছু নয়। তবে মেনুফ্যাকচারারদের ভাওতাবাজী স্বদেশী পণ্য কেনায় আমাদের ক্রমশঃ নিরুৎসাহিত করছেন পরোক্ষভাবে। ফাঁকে মুনাফা অর্জন করে নিচ্ছেন। এটা কিন্তু অন্যায়। এদেশে তা দেখার মতো প্রশাসন আছে বলে মনে হয় না।
ভবিষ্যতে দেশপ্রেমিক জনগণের জন্য নিবেদিত প্রাণ উদ্যোক্তার প্রত্যাশায় আছি।
ধন্যবাদ, অভিজ্ঞতা শেয়ার করে আমাদের সচেতন করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
অাল ইমাম বলেছেন: দেশী পন্য কিনে হন ধন্য। ধন্যবাদ দিয়ে দেশী কোন (জানি না আসলেই কোন দেশের? বাংলাদেশের পন্য না চাইনিজ?) পন্য কে ছোট করতে চাই না। মানসম্মত পন্য বিক্রি করলে বিজাতীয় পন্য কেনা প্রশ্ন আসে না। BUT কিন্তু পন্য মান ঠিক না রেখে শুধু প্রচারে সীমাবদ্ধ আমাদের দেশী পন্য।
বি: দ্র: আমি বিজাতীয় পন্যে আলোচনা করতে চাই না বা জাতীয় পন্যের সমালোচনা করতে চাই না।
পু: বি: দ্র: আপনার লেখার জন্য ধন্যবাদ।