নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মুনাব্বির হোসেন

I shall write some time later....

মোঃ মুনাব্বির হোসেন › বিস্তারিত পোস্টঃ

আবদুল আলীমের গান: বধুর বাড়ি মধুপুর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর
এরই মাঝে কে বাজালে গো,
মোদের মিলন বাঁশির সুর।
বধুর বাড়ি মধুপুর --

আমার বাড়ি ফরিদপুরে
মধুপুর তার অনেক দূরে,
আসতে যাইতে পথে পড়ে
গহীন গভীর সমুদ্দুর।
বধুর বাড়ি মধুপুর --

মধুপুরের ফল বাগানে
ফল পাকিলে থরে থরে,
বধুর দেশের চিঠি আসে
খবর লইয়া আমার তরে।

মধুপুরের মধুর হাড়ি
পাঠায় বধু আমার বাড়ি,
আর আমি পাঠাই বধুর তরে
ফরিদপুরের খেজুর গুড়।

বধুর বাড়ি মধুপুর--

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

আবু তালেব শেখ বলেছেন: আমার প্রিয় গায়ক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আমারো অনেক প্রিয়। ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: বধুর বাড়ি মধুপুর
পাশের বাড়ি হরিপুর
হরিপুরের নবাব জাদা
ঘনঘন যায় বধুর গাঁ ।
গানে গানে একটু কাব্য তুলে দিলাম । আবদুল আলিম আমার ও প্রিয় গায়ক ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আপনার কাব্যটি চমৎকার হয়েছে।
ধন্যবাদ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ্ভালো লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখনো আমি মালয়েশিয়াতে যখন দূরে কোথাও যাই আব্দুল আলিমের গান বাজাই। অনেক্ই আমাকে সেকেলে বলে। তবে আমার শুনতে ভালো লাগে। তিনি আমার প্রিয় গায়ক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: দেশের বাইরেই এ গানগুলো হৃদয়ে বেশি নাড়া দেয়। ভালো থাকবেন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩২

জগতারন বলেছেন:
মধুপুরের মধুর হাড়ি
পাঠায় বধু আমার বাড়ি,
আর আমি পাঠাই বধুর তরে
ফরিদপুরের খেজুর গুড়।


ভালোবাসা আর ভালোবাসা !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: একেবারে বাংলার মানুষের প্রাণের কথা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৭

মলাসইলমুইনা বলেছেন: আরে এতো আমাদের বাড়ির পাশে মধুপুরের কোনো বধূর গান আমি শুনি নি কেন ? আমারতো ধারণা ছিল আব্দুল আলিমের সব গানই আমি শুনেছি ? কোথায় পেলেন এই গান?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ইউটিউবে পাবেন। উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: গানটি মনকাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.