![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল
ও মুখে আল্লাহ রসুল সবে বল
দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা।
তোমার আট কুঠুরী নয় দরজা
বন্ধ যে ঐ হলোরে হলো
মুখে আল্লাহ রসুল সবে বল।।
দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে
দীন কী তোমার মাবুদ কে বা তখন কী বলিবে।
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে
জবানে তাই বল রে
বলো মুখে আল্লাহ রসুল সবে বল।।
দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩২
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: নতুন প্রজন্মের অনেকেই এই কিংবদন্তী গায়কের গান শোনেনি। আবদুল আলীমের গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পোস্ট।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।
২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১০
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!
কেমন আছো???
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ম্যাডাম।
একটুখানি শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সময়। বাকি সব ভালো।
ফেইসবুকে আজকাল কম পাই।
৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: সেই ব্যাথা ভাইয়া!
সি আর পি তে যাও !
এর চাইতে ভালো চিকিৎসা আর নেই।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার ।ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬
কামরুননাহার কলি বলেছেন: গানের কথা গুলো সুন্দর তবে কেনো দিলেন কিছুই বললেন না তো।