![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জাগা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।
পরের জাগা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা যাহার হুকুমদারী
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমদারী
আমি পাইনা জমিদারের দেখা
পাইনা জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই
মনের দুঃখ কারে কই।।
আমি তো সেই ঘরের মালিক নই।।
পরের জাগা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।
জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।
জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম ।।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম ।।
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই
তবু দাখিলায় মেলে না সই।।
আমি তো এই ঘরের মালিক নই।।
পরের জাগা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।
পরের জাগা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯
হাফিজ রাহমান বলেছেন: বেশ ভালো লাগল।