নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মাননীয় প্রধান মন্ত্রী দেশ ও জন নেত্রী শেখ হাসিনা
যখন মানবতা দৃষ্টি রেখে মায়ানমারের রহিঙা
মুসলিম পাশে দাঁড়ালেন তখন বলে বাংলাদেশ
দেশকে সন্ত্রাস দেশ বলে আখ্যায়িত করলেন । কত বড় দুঃখের কথা
শুনতে পেলাম দেশের নামে অপবাদ
আচ্ছা মানুষকে বিপদে সহযোগিতা করার নাম
নাম কি সন্ত্রাস বাদের অপবাদ দিচ্ছে ।
কেউ কি মানবতা কি খেয়ে পশু চরিত্র অধিকারি
অধিকারি যেমন করে জানোয়ার সাদৃশ্য মত পৃথিবীর
বুকে মানুষ একদিন রূপ নেবে ??
তাহলে পৃথিবীর কোন কোন এমন যায়গা খুঁজে পাওয়া যাবে
মানুষকে মানুষকে চিনবেন না!
নিজের স্বার্থপরী করে তুলবেন নিজের মত
একটা পৃথিবীর তুলে ধরবেন যার সাদৃশ্য
কেবল নিজের মত পৃথিবীর আঙিনায় পতাকা উরবে
যা সমাজ কাল বেদে মানুষের কোন ধর্ম মানুষের সহযোগিতা
কোন ক্রমে প্রয়োজন পরেনা।
মানবাধিকার বলে অস্তিত্ব থাকবে না যেখানে
মানুষকে মানুষ মূল্যায়ন করবে না পৃথিবীর এমন
এমন কোন পবিত্র ধর্ম গ্রন্থকে আছে কি মানুষকে মানুষ মূল্যায়ন করবেন না??
আছে কি মানুষকে অপবাদ দিয়েছেন হত্যা করবে?? বিশ্ব মানব অধিকার সংস্থার আজ চুপ কেন তারা
কেন আজ থেমে গেছে ধর্ম মানুষের মৌলিক হতে পারে
ধমীর্য় ত একটা বিশ্বাস যা অনুধাবন করে তা থেকে
মানুষকে সঠিক পথ চলার পথ যোগায় দেখেন ,
কবির কণ্ঠে শুনেছিলাম
বল দেখি এ জগতে ধার্মিক কে হয়?
সর্ব জীবে দয়া যার ধার্মিক সে হয়।
এই কবি ও হিন্দু ছিলেন ।
তাহলে আপনারা কারা??
নারী শিশু বৃদ্ধ সকলের দিনের পর দিন আপনারা
আপনারা হত্যা করে মানুষকে বিবেকের ক্ষত সৃষ্টি করে চলছেন। বন্ধ করেন আপনারা তারা যদি অপরাধী হয়ে থাকে
থাকে বিশ্ব সকল মুসলিম জাতি কেন কলঙ্কিত হয়ে থাকবে?
আজ মানবাধিকার মানবতার দৃষ্টি কোথায় এই ইসলামের শাসকের শাসকেরা ভারত বর্ষ রাজত্ব করেছে এই ধর্ম আজকের নয় ।
আপনারা এই ধমীর্য় কোন সমস্যা দেখতে পান তা ওই ধমীর্য়
ইসলামের সংঘ দলের সাথে সমঝোতা করেন।
যদি আপনি মানুষ পশু নয় ত??
নারী শিশু সবাই কি তাহলে সন্ত্রাসী ।যারা এখনও পৃথিবীর কিছু বোঝেনা। বাংলাদেশ সাথে যুদ্ধ করবেন না কেন?? আপনারা অত্যাচারী কাজ করবেন আর মগের মুল্লক করবেন,
আপনাদের অজস্র গোলা বারূদ অস্র আছে কিন্তু জানেন অত্যাচারীরা ক্লান্ত হয় বেশি ।তারা
সব সময় একটু বেশি আগে চলে কিন্তু পিছিয়ে যায়।
কারণ সৃষ্টি কর্তা অত্যাচারী কে ভালবাসেন না।
আমারা চাই মানবাধিকার সংস্থার যেহেতু এদিকে
দূত খেয়াল করেন, যাতে কোন দেশের যেন ক্ষয় ক্ষতি না হয়। বন্ধ করেন এ সব মানুষকে হত্যা?? জেনে রাখুন আমারা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি সে দেশ ছিল মুসলিম দেশ কিন্তু তার অত্যাচারী করে তাই অত্যাচারের প্রতিবাদ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
আবু তালেব শেখ বলেছেন: ভাল লিখেছেন