নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু তুমি কবিতা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০


তুমি বাঙালির বাংলা
সত্য ন্যায়ের রুদ্র অবিচর,
তুমি উন্নত মম শিরের
আলোর প্রভাবিত চির ভাস্কর।
তুমি মাটি বাংলার মাটি
রুপসি ছবিমালার শ্রেষ্ঠ নায়ক,
তুমি বাঙালির বাংলা সুরলিত
কন্ঠের স্বাধীনতার গায়ক।।
তুমি নদীর প্রাবাহের বিরাজমান
বহতার স্রোতে গতির ধারা,
তুমি মুক্ত স্বাদের সুবাসিত গন্ধের
মাথা কে দিয়েছো নাড়া।
তুমি দিবসের যত ফুটন্ত কলির
লাল সাদা ফুলের বেলা
তুমি সন্ধ্যা জ্বলা হাজারো জোনাকি
রাতের লক্ষ তারার মেলা।
তুমি বঙ্গবন্ধু তুমি বাংলার জনক,
নীড় হারা পাখির কুল,
কেহ! শোধরাতে পারবেনা কোনদিন ঐ
বঙ্গপিতা তোমার পায়ের দুল।
তুমি সোনার বাংলার উজ্জ্বল নক্ষত্র
উত্তম বলিষ্ঠ কন্ঠসর।
তুমি বাঙালির বাংলার উদিত
পূর্বের চিরন্তন ভাস্কর।
কে বলেছে ১৫ আগস্ট
কাল রাত্রির পরে নেই
এখনো তুমি ভাসো,
বাংলার কোন জয় দেখিলে
জনতার মাঝে ছায়ার রূপে হাসো।
তুমি আছ বঙ্গবন্ধু রবে বাংলার বুকে চিরকাল,
আকাশ যতদিন মাথার দিতে থাকবে সামাল ।
হে বঙ্গবন্ধুর তুমি রবি ঠাকুরের সোনার বাংলা
নজরুলের বিদ্রোহী,জসিম উদ্দিন নকসী কাঁথা,
শামসুরের স্বাধীনতা তুমির কবিতার অনন্ত হিমাদ্রি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

এম ডি মুসা বলেছেন: বাসন্তী শুভেচ্ছা ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

Razib Paul বলেছেন: ভাল লাগল

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

হুমায়ূন রেজা বলেছেন: ভালো লেগেছে। এগিয়ে চলুক লিখুনি।

আমার লিখা- স্বপ্নের দেখা শেখ রাসেল
পড়ার আমন্ত্রন রইল।
লিংক- Click This Link

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো, সুন্দর শব্দ গাঁথুনি। মুগ্ধতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.