নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

একজন কবি পরিচিত

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৬

আবিদ আনোয়ার, উইকিপিডিয়া
আবিদ আনোয়ার।
আবিদ আনোয়ার (জন্ম: ২৪ জুন, ১৯৫০) বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদক ও লাভ করেন। 



পুরষ্কার পেয়েছেন
জাতীয়সম্পাদনা

বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার (২০১২)

শিশু সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় সাহিত্য পুরস্কার (২০০৬)

সাহিত্যকর্মের জন্য স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক পুরস্কার [সৈয়দ নজরুল ইসলাম পদক] (১৯৯৭)

বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা (১৯৯৭)

সাহিত্যকর্মের জন্য রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা (১৯৯৬)

বৈজ্ঞানিক গবেষণা ও কারিগরি প্রকাশনার জন্য রাষ্ট্রপতি পদক (১৯৭৯);

আন্তর্জাতিকসম্পাদনা

বাংলাদেশ বেতারের প্রোফাইলভিত্তিক ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৮

বাংলাদেশ বেতারের ডিজিটাইজেশন-সংক্রান্ত ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৫

ইউএসএআইডি’র বিশেষজ্ঞ দল কর্তৃক প্রদত্ত ‘অ্যাবলেস্ট সায়েন্স জার্নালিস্ট ইন বাংলাদেশ’ খেতাব, ১৯৯২

যুক্তরাষ্ট্রের ‘জাতীয় সাংবাদিকতা বিশেষজ্ঞ সমিতি’র (National Journalism Scholarship Society of America - Kappa-Tau-Alpha) সম্মানসূচক সদস্য পদ লাভ (১৯৮৭

মুক্তিযুদ্ধে অবদান


আবিদ আনোয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন।

কিশোরগঞ্জ মহকুমা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রথমে সহধিনায়ক, এবং শেষে পূর্ণাঙ্গ অধিনায়িকের দায়িত্ব পান । এ কাজে তার পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক


সংগ্রহ উইকিপিডিয়া।


পত্রিকা তার কিছু প্রকাশিত তথ্য।


যুগান্তরে




গাজী টিভির অনুষ্ঠান, তিনি শিল্প বাড়ি



গীতি কবিতা বিচারক আবিদ আনোয়ার , নিউজ প্রথম আলো


আবিদ আনোয়ার, ফেসবুক আইডি

তার ইউটিউব চ্যানেল

ইউটিউব চ্যানেল


আমি তার ভক্ত, তার সাথে কিছু কথা হয়েছে কত চ্যানেল সাবস্ক্রাইব করি,
তার চ্যানেল টি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছে যেহেতু নতুন চ্যানেল খুলেছেন
আপনারা কেউ ভালো লাগে, ইচ্ছে হয় চ্যানেল সাবস্ক্রাইব‌ করতে পারেন। এবং খুশি হবেন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

ফারহা মৌরিন মৌ বলেছেন: খুব তথ্যপূর্ণ। জানলাম একজন গুণী মানুষকে ও তার অবদান আমাদের দেশের জন্য এবং সংস্কৃতির জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৯

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে কবির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১১

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৬

নাসরীন খান বলেছেন: ধন্যবাদ অশেষ।এত গুণী লেখক অথচ প্রথম জানলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১১

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রিয় কবির বর্ণাঢ্য জীবনের পরিচিতি পড়ে মুগ্ধ হ'লাম। কবিকে এখানে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.