নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পাঠক এবং লেখক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭


!! এবার আসি পাঠক এবং লেখক কি করে থাকেনপাঠকের চোখে কোনো কিছু পাঠ করা
লেখকের চোখে পাঠ করা কি এক??


পাঠকঃ
(১)পাঠকের চোখে কোনো কিছু পাঠ করে পাঠক, সেটি উপলব্ধি থেকেই স্বাদ
থেকে তার মন্তব্য প্রকাশ করে ।
(২) পাঠক শুধু হৃদয় কে জাগিয়েছে ,এমন লেখা হলে পাঠক ভীষণ আবেগপ্রবণ
মন্তব্য প্রকাশ করে।
(৩) পাঠক তার লেখায় যদি বাস্তব চিত্র খুঁজে পায়, তার মনের মত কথা খুঁজে পায়
পাঠক তখন মনের হর্ষে মন্তব্য প্রকাশ করে ফেলে।

(৪) পাঠক চায় নতুন কিছু পেয়ে যেন থমকে যেতে নিজেকে এমন কিছু পাঠ
চাহিদায় অনুভব করে লেখাটি ভালো হয়েছে, মুভিটি‌ দর্শক পছন্দ করেছে নাটক
টি দেখে দর্শক কেঁদে ফেলেছেন পাঠক এবং দর্শক প্রায় একই শ্রেণীর মন্তব্য কারি।

(৫) কিছু পাঠক দুই লাইন পড়ার পর হয়তো আর পড়েন না কারণ তার কাছে আর
ভালো লাগলো না।

(৬) পাঠক সব সময় পাঠে নিজের চরিত্র খুঁজে বেড়ায় যেটাতে নিজের চরিত্র
ফুটে ওঠে সেটি পাঠক বেশি দিন মনে রাখেন।

(৭) পাঠক সবচেয়ে বেশি পাঠে খুশি হন যেটা ভবিষ্যতে সুন্দর পথের ঠিকানা
খুঁজে পেলে সেটা পাঠক বার বার পড়ে।
(৮)পাঠক যেটাতে সত্য কথা হলেও নিজের ঘাড়ে চাপিয়ে পড়ে সেটাও পাঠক‌
এড়িয়ে চলে
(৯) কিছু কিছু পাঠক সত্য কে সামনে নিয়ে কথা বললে সভ্যতা ফিরে আসলে
সেটি প্রতি সৃজনশীল মনোভাব তৈরি করে আবেগ বসত মন্তব্য প্রকাশ করেন।

লেখক

(১) লেখকের চোখে পাঠকের চোখে লেখা পড়া এক নয় ,
একজন পাঠক যেই আঙ্গিকে লেখা পড়ে একজন লেখক সে আঙ্গিকে লেখা পড়েন না।
(২) একজন লেখক লেখাটি পড়ে মন্তব্য প্রকাশ করেন লেখাটি কতটুকু সৃজনশীল হয়েছে
লেখাটা কতটুকু সুন্দর হয়েছে নতুন কিছু সৃষ্টি হয়েছে কিনা ।।

(৩) একজন লেখক একটি লেখা পড়লে অথবা পাঠ করলে লেখাটির ভিতরে আধুনিকতা
সৃষ্টি হয়েছে কিনা ।।
দেখে সারমর্ম কতটুকু লেখাটির সৃষ্টির দিক ঠিক আছে কিনা চিন্তা করে।

(৪) লেখাটুকু কতটুকু দুর্বল কতটুকু গ্রহণযোগ্যতা লেখক হিসেবে চিন্তা করে পাঠ করে।।

(৫) একজন লেখক যদি একটি নাট্য রচনা করেন আরেকজন লেখক সেটি কি ঠিক
আছে কিনা সেই হিসাব করেন,
একজন গল্পকার তিনি গল্প রচনা করলেন, গল্পের অনুচ্ছেদ কথা রোমান্টিকতা ঠিক
আছে কিনা উপস্থাপন, কথোপকথন ঠিক আছে কিনা তিনি চিন্তা করেন।

(৬) একজন লেখক যেভাবে লেখাটি পাঠ করেন, একজন পাঠক সেভাবে লেখাটি পাঠ
করেন না,
যদিও সেম ক্যাটাগরি লেখক এর চোখে আর পাঠকের চোখে সমান তালে পাঠ করা হয় না।

(৭) পাঠক হওয়ার সহজ কিন্তু লেখক হওয়ার সহজ নয়, লেখক হতে হলে অনেক কিছু
জানতে হয় অনেক তথ্য।

হাজার হাজার গল্পের চিত্র দৃশ্য তার মাথায় ঘোরে অনেক বিখ্যাত ব্যক্তিদের গল্প
তার মাথায় ঘোরে,
তখন তিনি সেই সব করে লেখাটি পরেন যে লেখাটি ঠিক আছে কিনা।

(৮) একজন কবিতা লেখক, তিনি কবিতার ক্ষেত্রে ছন্দ আছে কিনা মাত্রা ঠিক
আছে কিনা কবিতার নতুন সৃষ্টি কিছু দিক তৈরি করতে পারলেন কিনা এবং নতুন কোন
শব্দ ব্যবহার করতে পারলেন কিনা।

একজন লেখক আরেকজন লেখোকের এভাবে
লেখা পাঠ করে থাকেন, এবং তিনি ভাবেন যে তার থেকে এসে ভালো লাগলো কিনা
লেখক এর চোখে পাঠকের চোখে পাঠ করা এক নয়।

(৯) একজন লেখক যিনি নিজেকে বিভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন
প্রতিযোগিতা মূলক চেষ্টা করে পড়েন ,একজন গুনী লেখকের চোখে আর নতুন
লেখকদের চোখকে লেখা পাঠ করায় এক না।

একজন গুনী লেখকের তিনি চিন্তা করেন বিচারকের দৃষ্টিতে লেখাটি টিকবে কিনা।

(১০) একজন সাধারন লেখক একজন সাধারন লেখক এর লেখা শুধু আকস্মিক রঙে
উপস্থাপন করতে পারেন ।
তার যতটুকু জ্ঞান সমগ্র সমৃদ্ধ সেখান থেকেই তার মন্তব্য প্রকাশ করে থাকেন।

©ছবি ইন্টারনেট

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



সব লেখক সাহিত্যিক নন; সাহিত্য রচনার জন্য জ্ঞানের সাথে ব্যক্তিত্বের দরকার হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৩

এম ডি মুসা বলেছেন: ব্যক্তিত্বের অবশ্যই প্রভাব আছে

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি একজন সাধারন পাঠক।৫ নংটা আমি সব সময় করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০

এম ডি মুসা বলেছেন: লেখক ‌হতে হলে পাঠক অনেক মনিষী‌ বলিছেন

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

মানিক_চন্দ্র_দাস বলেছেন: লেখক তার লেখনীতে যথাসাধ্য তার পাঠকের বিচরণ রাখেন কেউ সেটা পায় আবার কেউ পায় না।
একজন পাঠক হিসেবে বলছি ,লেখক নয়।
ভালো লাগছে লেখাটা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০০

এম ডি মুসা বলেছেন: পাঠক থেকে লেখক সৃষ্টি শুভেচ্ছা , ব্রাদারহুড

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩

মনিরা সুলতানা বলেছেন: আমি খাঁটি পাঠক !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

এম ডি মুসা বলেছেন: এত সুন্দর লেখেন, তারপরে একথা, পাঠক থেকে দ্বিতীয় শব্দ সৃষ্টি

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখকের পাঠকের কথা চিন্তা না করে নিজের মত লেখা উচিত। অনেক লেখক শুধু নিজের জন্য লেখে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

এম ডি মুসা বলেছেন: এমন টা হয়, যেমন হতেও পারে,

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহমত প্রকাশ করছি আপনার
লেখার সাথে। তবে আমি আমার
জন্য লিখি। পড়া না পড়া পাঠকের
মর্জি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

এম ডি মুসা বলেছেন: , নিজের জন্য লিখেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: নতুন কোনো লেখকের বই বের হলে, সবাই তাকে শুধু শুভেচ্ছা আর অভিনন্দন জানায়। ব্যাপারটা খুব দুঃখজনক। সহজ সরল সত্য কথা হলো- লেখকরা শুধু শুভেচ্ছা আর অভিনন্দন চায় না। নতুন লেখক চায় সবাই এক কপি করে তার বই কিনুক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

এম ডি মুসা বলেছেন: বাঙালি ফ্রী নিতে পারে এবং সাধুবাদ দিতে পারে, বাকিটা আর পারে না

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

এম ডি মুসা বলেছেন: ব্যাচারার খরচ উঠুক। বই পড়ে জ্ঞান অর্জন করা, আদি যুগের কথা, তিতা হলে সত্য। বই এর মূল্য জ্ঞান আর গুগল সার্চ এক হতে‌পারে না পারে। বই পড়া উচিত

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: পড়তে ভালো লাগে। লিখতে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.