নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আমাদের খাদ্য

১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩০

নাগালের নেই কাছে কেনাকাটা সাধ্য,
রাতারাতি বাড়ে দর আমাদের খাদ্য।
সকালে শুনছি এক বিকেলে আরেক,
কিভাবে বদলে যায় দেখ ভাই দেখ।

টিভির পর্দায় শুনি তার প্রতিপাদ্য,
রাতারাতি বাড়ে দর কষাকষি খাদ্য।
মজুরি বাড়েনি শ্রমে বেড়ে গেছে দাম
সংসার চলবে নাকি দিয়ে ইনকাম।

ক্যাপিটাল বড়লোক যারা উচ্চবিত্ত,
মাখে নাকি হাতে পায় অভাবের ঘৃত,
কিছুদিন লাটে উঠে পেঁয়াজের দাম,
এক কেজি কিনতেই গেছে ইনকাম।
আজ দেখি স্থিতিশীল ভিন্ন হচ্ছে কাল,
হুটহাট বাড়ে দাম বাজারের চাল,

বাড়েনি বেতন ভাতা থাকে অবিচল,
বাড়ছে বাজার দর বলে অবিকল।
কথায় চিড়া ভিজায় বাজিয়েছে বাদ্য
রাতারাতি বাড়ে দর আমাদের খাদ্য ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার লেখা

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৩

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:




ইহা গত ৫২ বছরের পুরাতন সমস্যা, কোন সমাধান বের করতে পারবেন?

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৩

এম ডি মুসা বলেছেন: আমি জানি না

৩| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: কিন্তু আমি দেশে তারপরও খুশি। কারন দেশে কোনো অভাব নাই। বাজারে গেলে সব পাওয়া যায়।

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

এম ডি মুসা বলেছেন: দাম কেন বাড়ে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.