নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা এবং অনুভূতি

১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৭



একটি অনূভুতি কি কবিতা হতে পারে? আমরা জানি
সকল কবিতা অনুভূতি সম্পন্ন হয়ে থাকে!
আমার একান্ত মন্তব্য হচ্ছে অনুভূতি থেকে কবিতা লিখি
সকল অনুভূতি কে কবিতা করতে হয় কিন্তু সকল অনুভূতি গুলো কে কবিতা বলা যায় না!

আমার প্রশ্ন হচ্ছে কবিতা নিয়ে আজকাল অহরহ কবিতা লিখছেন
মনে ভালো একটা অনুভুতি সৃষ্টি হয়েছে এইগুলো লিখে দেওয়া কি কবিতা
না অনুভূতি কে কবিতায় রুপান্তরিত করার পর সেটা কবিতা?

আধুনিক যুগে কবিতা আর অনুভূতি কে এক করে ফেললেন
আমার চেতনাকে অথবা আমার অনুভূতি কে প্রকাশ করি এটা যদি
কবিতার রুলে বা নিয়মাবলী মধ্যে না যায় সেটা হলো অনুভূতি.......

কবিতা আর অনুভূতি এক নয়, আমি এই শব্দটি অনেক সময় ব্যবহার করি
অনেক কবিতা পড়ে এলাম কিন্তু তাতে ছন্দ মাত্রা কোথায় নেই
রবীন্দ্রনাথ ঠাকুরের যুগে এক প্রকার ছন্দ তৈরি করেছিলেন
সেটা অক্ষরবৃত্ত থেকে অক্ষরবৃত্ত থেকে যেকোনো শাখা বের হতে পারে
যেমন বের হয়েছিলাম সনেট, বের হয়েছিল অমৃতক্ষার ছন্দে এবং পয়ার
রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করেছেন গদ্য ছন্দ তিনি গদ্য ছন্দ মাত্রায় সীমাবদ্ধ নেই
তবুও তিনি সেই মাত্রা খন্ড ভেঙে দেখিয়েছেন, অনেক কবি তার তাহলে বুঝতে হবে গদ্য ছন্দ মাত্রা আছে


তাহলে আজকাল কি রচনা হচ্ছে, প্রকাশনা, ব্যবসায় অর্থ বিবেচনা করে যেকোনো বই ছাপিয়ে দেন
তারপর পাঠক আত্মতৃপ্তি পাক না পাক নিজের অনুভূতি গুলো প্রকাশ করে বলেন আমার প্রথম গ্রন্থ

এখানে কারো অনুভূতি কে ছোট করে দেখার উপায় নেই, সবার মনের, মন্দির মসজিদ গির্জা,
অনেক উপরে, এখন তাহলে অনুভূতি গুলো কবিতা যারা বানাতে পারেন না কবিতা নয়
শিল্প সাহিত্য অনুভূতি নামে একটি বিভাগ খুলে দেওয়া হোক , নিজের অনুভূতি টুকু বইতে প্রকাশ পাবে ক্ষুদ্র কথায়......

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: সকল কবিতায় অবশ্যই অনুভূতির প্রকাশ থাকে, তবে সকল অনুভূতিই কবিতা হয়ে প্রকাশিত হয় না, হতে পারেও না।

২| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:


অনুভুতি থেকে কবিতা হয় স্ফুলিংগের মতো; অনুভবতা থেকে কবিতা হয় বটবৃক্ষের মতো।

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লাম।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৯

এম ডি মুসা বলেছেন: আমি তো কবিতা লিখি নাই

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবি এবং কবিতা শব্দদ্বয়ের অর্থ জানলে আপনি কবিতা লিখে কবি হতে চাইবনে না। কবিতা লেখি টাকা খরচ হয়, সময় নষ্ট হয়, তার চাইতে যা বেশি নষ্ট হয় তা হলো মানসিকতা। কবিতা লিখতে হলে প্রচুর চিন্তা করতে হয়। ঘরেবাইরে তাড়া খেতে হয়। অবেশেষে ধারকর্জ করে বই প্রকাশ করে সুফার প্লফ।

পয়ার খুব কঠিন। ১৫ অক্ষরে লিখতে হয়।

কবিতা [ kabitā ] বি. 1 ছন্দোবদ্ধ রচনা; পদ্য; কাব্য; 2 শ্লোক। [সং. কবি + তা]।

কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং.কব্ + ই]। ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.