নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
দিনে দিনে এই মুসলিম জাতি খেয়ে যাবে কেন মার?
মিথ্যো ওদের মানবতা জোট জেগেছে অত্যাচার।
স্বার্থ কায়েমে শাক ঢাকা মাছ দাপটে দারূন মেলা,
এক অজুহাতে জল্লাদ হয়ে চলছে অস্ত্র খেলা।
ওদের জবানে ভালো কথা আর মানায় নাকি যে তার,
নিরীহ মানুষ হত্যা করতে দ্বিধা বাজে না তো যার।
অন্যের জমি দখল করিয়ে বড় অপরাধে ঝুঁকে,
মানবতা নিয়ে ওই জাতি জ্ঞাতি বলেছে মিথ্যা মুখে।
মুসলিম জাতি দিন দিন ধরে আজ খায় শুধু মার,
শুধু মার কেন? লাশ হয়ে পরে ওদের অত্যাচার।
লাম্বা ওয়াজ লাম্বা বয়ান মোল্লা যখন করে,
মনেহয় যেন আল্লাহ এত সহজে তাদের ধরে।
মুসলিম জাতি বিপদের দিনে মোল্লা তোমার দোয়া,
যায়না পৌছে সাহায্য পেতে লাম্বা গলার ছোঁয়া।
কই বাহাদুরি না ছল ছাতুরি? নাকি অভিনয় ভরা,
হচ্ছে না কোনো? কবুল টবুল সহায়তা নেই ধরা।
প্রতিরক্ষার ব্যবস্থা নাই তাহলে রয়েছে কি?
উপরে উপরে মুসলিম সাজো স্বার্থের ঢালে ঘি।
মস্তকে ভরা বুদ্ধি তোমার প্রতি রক্ষায় ব্যর্থ।
বড় আলেমের দেমাক দেখাও হুজুর মহাজ্বী।
ওই বক্তায় ভণ্ড একটা ইসলাম নয় এমন শিক্ষা
ইসলামে নেই দেমাক টেমাক আল্লাহ সর্বশক্তি,
ইসলাম ডাকে শান্তির জন্য কল্যাণ বয়ে যায়
করেনা আঘাত ইসলাম তবে ইসলাম আছে ভক্তি।
যেমন আঘাত তেমন ঠেকাও বানাও তোমার রক্ষা,
খোদা সহয়তা অতি সহজের ভুলে যাও প্রতিরক্ষা।
খোদা বলছেন সাহায্য মোর কঠিন অনেক ধৈর্যে
তাহলে তোমরা খোদার আশায় বসে কেন খাও হাওয়া।
কোরআন পড়ে সুরূত সেজেছে দাবি ইসলামের পীর
নিজের আকামে হয় বদনাম ইসলামে করে ইঙ্গিত,
ইসলাম তবে মানুষ বানায় অমানুষ পায় মুক্তি
ইসলামে বসে অপরাধ করা ভণ্ড ওদের জিদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ বড়ুয়া ভাই।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার ছন্দ নিয়ে খেলা ভালো লাগে। এই কবিতায় কাজী নজরুল ইসলামের ভাব পেলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫
এম ডি মুসা বলেছেন: কবি জসীম উদ্দিন, এবং কাজী নজরুল এই ভাব ধারার কবি ছিলেন। তবে এটা মাত্রাবৃত্ত ছন্দের এই ভাব ধারা আসলেই আমার কাছে ভালো লাগে । বর্তমানে মানুষের রূচির চাহিদা সাথে সাথে বদলে গেছে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৪
কামাল১৮ বলেছেন: মুসলিম কোন জাতির নাম না।ইসলাম ধর্মের অনুসারিদের মুসলিম বলে।জাতি গঠিত হয় অন্য ভাবে।তবে ধর্ম জাতি গঠনে প্রভাব রাখে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৭
এম ডি মুসা বলেছেন: ধর্মের নাম ইসলাম জাতির নাম মুসলিম, বা মুসলমান।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১১
সোনাগাজী বলেছেন:
মসলমানেরা শিয়া, সুন্নী, আহমেদিয়া ও ওহাবীতে বিভক্ত হয়ে যেই যুদ্ধ শুরু করেছে, ইহার শেষ হতে ২/১ শত বছর পার হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০২
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন গুরু! আসলেই।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা কবিতা লিখেছেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৫
এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২১
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬
এম ডি মুসা বলেছেন: ঠিক আছে।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
নয়ন বড়ুয়া বলেছেন: অনেক সুন্দর হয়েছে মুসা ভাই...