নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

চির স্মরণীয়

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৪

যতদিন দেহে রক্ত থাকবে যতকাল বাঁচে এই প্রাণ
ততদিন আমি ভুলব না যাকে শেখ মুজিবুর রহমান।
এই বাংলাতে যতদিন ধরে সত্যে থাকবে বাস,
ততদিন আর ভুলবো না কেউ যুদ্ধের ইতিহাস।
ভুলবে না কেউ রক্তের দাম একাত্তরের দিন,
আদর্শ ধরে চেতনা জাগিয়ে স্মরণ করবে ঋণ।

পাক- উস্কানি বংশধরেরা স্বাধীনতা করে তুচ্ছ,
ওদের সংখ্যা হতে পারে বেশি আগাছার এক গুচ্ছ।
পাক- উস্কানি বংশের গোড়া স্বাধীনতা হেয় করে,
ওদের ভেতরে বদনাম মুখে ঝামেলা পেঁচিয়ে ধরে।

দেশের ভেতরে অবিচার দেখে স্মৃতিসৌধ যদি কাঁদে,
রক্ত দিয়েই অধিকার পেয়ে অধিকার যায় খাদে।
যদি ভুলে যায় স্বাধীন শপথ দুর্নীতি ভালো পায়,
বুঝে নিবে তার রক্ত দূষিত বিবেক পতনে খায়।

যদি দ্যাখো দিন দেশের ভেতরে সত্য তলিয়ে গেছে,
বুঝে নিবে সেই মুক্তি বিরোধী শাসন চলছে দেশে।

ইতিহাস যারা বিকৃত করে লেখায় দলের-নাম,
ওদের বংশে পাকিস্তানি বইছে রক্তে হারাম।
স্বাধীনতা কালে সকল ত্যাগের যত সংগ্রামী যোদ্ধা,
তাদের তরেই বিনীত সালাম জানাই গভীর শ্রদ্ধা।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.