নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে এই কয়টি দাবি বাস্তবায়ন করলে সোনার বাংলা হতো

৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৫

১) বাংলাদেশের খাদ্যপণ্যকে 100% ভেজালমুক্ত করা। দেশের উৎপাদন বাড়াতে সরকার কর্তৃক প্রতিটি জেলায় চাষ শুরু করা।
(উল্লেখ্য জনগণের আয়ের উৎস বিবেচনা করে খাদ্য দ্রব্য দাম নির্ধারণ করা।)

২) দেশের সকল ক্ষেত্রে দুর্নীতি দমন করা। মানুষের সেবা নিশ্চিত করা

৩) আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি 100% সততার জনগণের আস্থা তৈরি করা।

৪) জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটাতে দেশের সমস্ত জমি ব্যক্তিগত মালিকানা থেকে সরকারি মালিকানায় হস্তান্তর করা।
আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হবে। এর পেছনে কাজ করবে প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়।
(উল্লেখ্য যে, এদেশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিদিন মারামারি ও খুন হচ্ছে)

৫) দেশের প্রতিটি পাড়ায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ,একটি সিআইডি ক্র্যাম্প তৈরি করা।দেশের অন্যায় সংঘটিত হবার আগে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

৬) নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করবে।
বৈষম্যমূলক নীতি বন্ধ করুন।

৭) কর্মমুখী, কর্মযুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করা ‌,এইচএসসি পরীক্ষার পরেই সরকারের প্রজেক্ট কাজ করতে বাধ্য করা।

৮ ) চিকিৎসা সেবা নিশ্চিত করা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

শূন্য সারমর্ম বলেছেন:




আপনি কি এবারের বিসিএস দিয়েছেন, নাকি এখনো প্রিপারেশান নিচ্ছেন? যদি না দিয়ে থাকেন, উহার পেছনে আর সময় ব্যয় করা ঠিক হবে না।

৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৩

এম ডি মুসা বলেছেন: কি করতাম বলেন? এছাড়া

২| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৪ নাম্বারটার একটা বিহীত হওয়া উচিত। সম্পত্তি নিয়ে যা শুরু হইছে গ্রামে ভাল্লাগে না

৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৯

এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন আপা, এইসব সমস্যা নিয়ে নিত্য ঝামেলা আছেই....

৩| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আইডিয়াগুলো চমৎকার। নীতি করা হয়, কিন্তু নীতিগুলো বাস্তবায়নে সমস্যা তৈরি হয়----

৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৯

এম ডি মুসা বলেছেন: হুম ঠিক বলেছেন আপু, হলে ভালো হতো কিন্তু। আপনাকে অনেক দিন দেখালাম, আপনাকে কেমন জানি, আপন বোনের মত আত্নীয় লাগে আমার।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৩৫

নতুন বলেছেন: ১) বাংলাদেশের খাদ্যপণ্যকে 100% ভেজালমুক্ত করা। দেশের উৎপাদন বাড়াতে সরকার কর্তৃক প্রতিটি জেলায় চাষ শুরু করা।
(উল্লেখ্য জনগণের আয়ের উৎস বিবেচনা করে খাদ্য দ্রব্য দাম নির্ধারণ করা।)


ঠিক আছে তবে তার আগে সরকারের মানুষগুলি পাল্টে জাপান বা জার্মান বা ভালো কোন জাতির মানুষ নিয়গ দেওয়া।

০১ লা মে, ২০২৪ রাত ১২:০২

এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি ম্যানুফেকচারিং'এ হয়ে কাজ শিখেন;লাগলে ভলান্টিয়ার হোন।

৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

এম ডি মুসা বলেছেন: এটার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করব কিভাবে করব বা কি করব এটা সম্বন্ধে আমার জানা নেই।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

কামাল১৮ বলেছেন: দাম নির্ধারিত হয় অর্থনীতির সূত্র মেনে।

০১ লা মে, ২০২৪ রাত ১২:০০

এম ডি মুসা বলেছেন: অর্থনীতির সূত্র থেকে দাম আর নির্ধারণ করলে কিন্তু হবে না। জনগণের উপর দিয়ে বাঁশ দিয়ে কি সরকার ধনী হলে বা সরকারের অবস্থা ঠিক রাখার জন্য জনগণের উপর কোন কিছু করার করে বা দাম বৃদ্ধি করে, এটা জনগণের উপর জুলুম করা একই হিসেবে।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশের খাদ্যে ভেজাল।
এটা আমার কাছে অতিকথন মনে হয়। এত তীব্র প্রতিযোগিতামূলক বাজারে খাদ্যে ভেজাল দিয়ে ব্যবসায় টিকে থাকা সম্ভব নয়। ভেজাল জিনিস খারাপ জিনিস কেউ পয়সা খরচ করে কিনবে না।
একসময় বাজারে জোর গুজব ছিল ডিমে ভেজাল, প্লাস্টিকের ডিম। অবশ্য এখনো অনেক মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের ডিম সব প্লাস্টিকের। ক্ষতিকর।
অথচ আমি বাংলাদেশে আসলে ডিম দিয়ে নাস্তা করি প্রতি সকালে।

বাংলাদেশের কোন খাদ্যটি ভেজাল, আমাকে বলতে পারেন?
আমি বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে অনেক খাবার কিনে নিয়ে যাই। ড্রাই ফুড। এবং অনেক ওষুধপত্র কিনে নিতে হয়। যেহেতু দাম কম, এবং মান সন্তোষজনক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.