নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে না পারো সৎ পথে থেকো। আমি চাই আমার দুঃখী মানুষ দুই মুঠো পেট ভরে তা খাক।
৩)দুর্নীতি বাজ চোরাকারবার দের নির্মূল করতে হবে আমি ও প্রতিজ্ঞা নিয়েছি আপনেরাও প্রতিজ্ঞা নেন।

৪)জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাইয়ে মারে নির্মূল করতে হবে এই বাংলা থেকে।
৫)তোমাদের দরকার হলে নিজেদের উৎপাদন করে খেয়ে বাঁচতে হবে। যেখানে অন্যায় দেখবা চরম আঘাত করবা।
৬) (আমলাদের) তোমাদের যে মায়না আসে জনগনের টেক্স এর টাকা দিয়ে তোমরা তাদরে মালিক নয় তোমরা তাদের সেবক।
৭) নিরপরাধ লোকেদের উপর যেন অন্যায় না হয়( প্রশাসন কে বলছেন)
৮) এত রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি তারপরও চরিত্রের পরিবর্তন হয় নাই.....

দুর্ভাগ্যবশত বঙ্গবন্ধুকে হারিয়ে ফেলছি। বঙ্গবন্ধকে দেখিনি তখন আমার জন্ম হয়নি। তার বক্তব্য শুনেছি। তার মতো সহজ-সরল ও আদর্শবান ব্যক্তিকে আল্লাহ রহম দিয়েছেন বলে স্বাধীনতা এসেছিল।
। দেশের স্বাধীনতা চেয়েছেন স্বাধীনতা পেয়েছিলেন কারণ সমস্ত রাজনৈতিক চক্রান্ত কাটিয়ে স্বাধীন
হয়েছে।

বঙ্গবন্ধুর বক্তব্য গুলোঃ শুনে শুনে তার কথাগুলো মুখস্থ হয়ে গেছে, কিন্তু দেশের অনিয়ম দেখে মনে হয় অসহায় লাগে,
অসহায় লাগে তখন মনে হয় বঙ্গবন্ধুর অভাব এখানেই...
........ বঙ্গবন্ধুর স্বপ্ন কতটা বাস্তবায়িত? প্রতিটি নিঃশ্বাসে ভাবুন এবং উপরের কথাগুলো ধরে রাখুন....... আমার মনে হয়, আল্লাহ যদি বঙ্গবন্ধু ও তাঁর সহকর্মীদের এই দেশে আবার ফিরিয়ে দিতেন।
এই দেশটি তাঁর স্বপ্নের মতো দেশ হতো। দুঃখী মানুষ এবং সাধারণ মানুষ মুক্তি পেতো।




মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:১৯

এস.এম.সাগর বলেছেন: বর্তমান বাংলাদেশে যা কিছু হচ্ছে হাসিনা শেখের ভাষায় সকল কিছুই বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন ছিল!

২| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু বেঁচে ছিলেন তখনও দেশের অবস্থা এমনই ছিল যেমনটা বর্তমানে রয়েছে ।

৩| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র

১৯ শে মে, ২০২৪ দুপুর ১:১০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে এক কঠিন সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: স্বাধীনতা পরবর্তি সময় নিয়ে আরও একটু পড়াশোনা করেন । তাহলে বুঝতে পারবেন যে কেন এমন কিছু বললাম ।

২০ শে মে, ২০২৪ সকাল ৮:৩০

এম ডি মুসা বলেছেন: . আমার কমেন্ট ভালো করে পড়ে দেখুন। ৭৫ সালে অন্যায় দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ তুলে সেই ৭৫ সালে মেরে ফেলছে... আপনি কোথায় দেখলেন তিনি করেন নাই?? তিনি অভিযোগ তুলে সমস্যা দূর করার সময় দিয়েছে কোথায়? খুনিরা তাকে মেরে ফেলছে।

৫| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: স্বপ্ন বুঝা বড় কঠিন কাজ।স্বপ্নের হাজারো ব্যাখ্যা আছে।সমাজতন্ত্র ,গনতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা স্ববিরোধী।

২০ শে মে, ২০২৪ সকাল ৮:৩১

এম ডি মুসা বলেছেন: জনগণের অধিকার সবার আগে।

২০ শে মে, ২০২৪ সকাল ৮:৩৪

এম ডি মুসা বলেছেন: একটা লোক স্বপ্নে চাঁদে বসবাস করার চিন্তা, সে ছিল দেশের রাষ্ট্রপতি, কিন্তু তার দেশের মানুষ না খেয়ে, মারামারি হানাহানি কিলাকিলি করে, অন্যায় করে । এদিকে রাষ্ট্রপতি সরকার তার দেশের কোন নজর নেই... তার চিন্তা চাঁদের দেশ অথবা দেশটা হবে চাঁদ।

৬| ২০ শে মে, ২০২৪ রাত ২:১১

আরেফিন৩৩৬ বলেছেন: উনি উনার মেয়ের মতোই বক্তব্য সর্বস্ব। কথায় আছে কাজে নাই। উনার সময়ের দশায় ১৫ বছরে দেশকে নিয়ে এসেছে। উনার মেয়ে সফল বাবার স্বপ্ন পূরণ করছে। সোনার বাংলা মানে একটা ব্যর্থ বাংলা। যা উনি করেছেন এখন মেয়ে করছে।

২০ শে মে, ২০২৪ সকাল ৮:২৯

এম ডি মুসা বলেছেন: ১৯৭৫ পরে যারা ক্ষমতায় ছিলেন, কি করে উল্টো ফেলেছে... আমার কমেন্ট ভালো করে পড়ে দেখুন। ৭৫ সালে অন্যায় বিরুদ্ধে অভিযোগ তুলে ৭৫ সালে মেরে ফেলছে... আপনি কোথায় দেখলেন তিনি করেন নাই??

৭| ২০ শে মে, ২০২৪ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে মানুষ সৎ হলেই দেশের জেহারা পাল্টে যেত আর ২৫ বছর আগেই। হ্যা বঙ্গবন্ধুর মত নেতার অভাব আজীবন বাঙালী অনুভব করবে।

২০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন দাদা ভাই।

৮| ২৬ শে মে, ২০২৪ ভোর ৫:৩১

আরেফিন৩৩৬ বলেছেন: সমস্যা হলো ব্লগে হাহাহা রিএ্যাক্ট নাই৷

২০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

এম ডি মুসা বলেছেন: এটা ফেসবুক না সবখানে মুড়ি আর চানাচুর এর বুনা দেখে হাহা দিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.