নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মন বদলের পালা

২১ শে মে, ২০২৪ দুপুর ২:১৪

মন বদলিয়ে এখানে ওখানে দর্শন করে
ব্যক্তির রুচি সাধ জাগে যত জনে,
এখানে জীবন সুন্দর নাকি ধোঁয়াশায় পরে
ঢেকে গেছে তার অনন্ত সেই ক্ষণে।

এক জীবনেই পৃথিবীর পথে সুখী কয়জন?
সবখানে আছে দুঃখের ঢেউ,
উন্নত টানে মন বদলিয়ে নিজের ভেতরে
পূর্ণতা আজো পেয়েছে কি কেউ?

কোন একজনা এসেছিল ঘুরে জীবনের কাছে
সেখানে দেখেছি নিজ ব্যর্থতা, নিজেরি দাঁড় টান,
আর অযোগ্য বুঝতে পেরেছি সাধের দুয়ারে
ছিটকে পড়েছি ব্যর্থের অনুদান......

তার মন আজ উন্নত দিকে বিলিয়ে দিতেছে
এ দায় নিজের আরো গভীরের গহীন শব্দে শুনতে পেলাম
কষ্টের আর্তনাদ ....
আমি নয় কোনো উন্নত কোনো স্বপ্নের মত....
মন বদলানো তবু হয়ে উঠে নাই...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৪ দুপুর ২:১৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

২১ শে মে, ২০২৪ দুপুর ২:৩০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবি ভাই। কবিতা সুন্দর না হতে পারে, ব্যর্থের লাইন গুলো কাঁচা সোনা।

২| ২১ শে মে, ২০২৪ বিকাল ৩:১২

এম ডি মুসা বলেছেন: আমি নিয়ম অনুযায়ী সব সময় লিখতে চেষ্টা করি... লেখার মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, না ও থাকতে পারে,কবিতার আইন , ছন্দ মাত্রা আমার ঠিক থাকে।

মন বদলিয়ে /এখানে ওখানে/ দর্শন করে/
ব্যক্তির রুচি /সাধ জাগে যত /জনে,
এখানে জীবন/ সুন্দর নাকি /ধোঁয়াশায় পরে/
ঢেকে গেছে তার /অনন্ত সেই /ক্ষণে,
কবিতার মাত্রা ৬/ অতিরিক্ত পর্ব ২ (মাত্রাবৃত্ত )

৩| ২১ শে মে, ২০২৪ রাত ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:



মন বদলাতে সাইকেডেলিক প্রয়োজন।

৪| ২১ শে মে, ২০২৪ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মন বদলের খেলাতে চলবে লড়াই একসাথে।

৫| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: "এখানে জীবন সুন্দর নাকি ধোঁয়াশার পরে" ..... ভাবনাটা সুন্দর, কবিতার শিরোনামটাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.