নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের পৃথিবীতে

২২ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

পৃথিবীর বুকে দ্যাখো ক্ষণিক জীবনে
ফুরিয়ে যাচ্ছে সময় চোখের পলকে,
সেই জ্বালাময়ী স্মৃতি শৈশব কৈশোরে
কখনো ফিরে আসে না জীবনের বাঁকে।]
বাড়ির পাশে হুজুরে গতকাল শেষ
তিনি শিক্ষক হুজুর সব্যসাচী মাঠে,
একদিন যৌবনের ছিল বলীয়ান।
আজ ঘুমিয়ে কবরে শায়িতের হাঁটে।

কত সম্পত্তি অর্জনে ঘুম হীন রাত
আজ কিছু নেই তার নিথর শরীর,
মাটিতে গ্রাস করেছে সে পোকামাকড়
সন্তান নেয়নি সেই সেবার সুধীর।
জমিজমা বন্টনের রেষারেষি কিন্তু
হুজুর ছিল হেলায় মৃত্যুর প্রত্যাশা,
সন্তানের নাকে মুখে ছলছল করে
অর্থ সম্পদ ভাগের ক্ষুব্ধ বা নিরাশা।


তিলে তিলে সম্পত্তির গড়েছে পাহাড়
নিজকে ঠকিয়ে যিনি করছে সম্পত্তি,
মিছে ভালোবাসা ছিল যে লোক দেখানো
মৃত্যুর সময় তার সন্তানের সাধ।

কিসের দাপট চলে কতদিন হবে?
একশ বছর পরে কোথায় থাকবে??
পৃথিবী সেদিন আর চায়না বাঁচুক
একশ বছর পর কোথায় থাকবে??


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শিক্ষনীয় বাস্তবভিত্তিক সুন্দর লেখনী। মন ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.