নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ধর্মে ধর্মে বিভক্ত হয়ে চলতে পারবে ভাই?
ভিন্ন জাতির মেধার ফসল ফেলার উপায় নাই।
ভিন্ন ধর্মী লোকের সৃষ্ট জাতীয় গীতিকা ছাড়ি,
সবকিছু ভাই ছাড়তে পারবে সবকিছু আর পারি?
মোবাইল তার সৃষ্টি করছে ভিন্ন ধর্মী লোকে!
পারবে কি ভাই এক্ষুনি ছাড়তে আত্নার সম্মুখে।
ইন্টারনেট আবিষ্কার ও ভিন্ন ধর্মী মেধায়,
নিত্য এখন ইউজ করছো দরকারি খুব বিধায়।
মসজিদে ঐ আজান চলছে মাইকে শব্দ আসে,
ঐ মাইক ও ভিন্ন জাতির মেধার বিকাশ হাসে।
কেমন করেই চলবে যে ভাই গোত্রে গোত্রে ভাগ,
ধর্মে ধর্মে বিভক্ত হয়ে বাড়ালো ফ্যাসাদ রাগ।
তোমার ধর্মে লোক কর্তৃক সৃষ্টি কোনটা ভাই,
নিত্য নতুন সৃষ্টি করেই জানান দেওনা তাই।
দলে দলে তাই বিভক্ত হয়ে করো কোন্দল হুদা
জাতির ভিতরে অসহায় করে রাখি চিন্তার ক্ষুধা।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম ধর্মে ধর্মে কোন বিভক্তি করা উচিত নয়------ কবিতায় ম্যাসেজ আছে। সুন্দর কবিতা লিখার জন্য আন্তরিক ধন্যবাদ।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজ ধর্মের লোক ভাই হলে অন্য ধর্মের লোক প্রতিবেশী। মানুষ হিসাবে সবার সাথে সবার শান্তিপূর্ণ সহাবস্থান জরুরী।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: "বাংলাদেশ" নামের মধ্যেই কেমন একটা হিন্দুয়ানী হিন্দুয়ানী দুর্গন্ধ আছে। দেশের নাম চেঞ্জ করে "বাংলাস্তান" করা যায়। কিন্তু "বাংলা" শব্দটা আরবী বা ইসলামী কোন শব্দ নয়। প্রাচীন কালের আরবরা "বাংলা" কে বলতো "বাঞ্জালা" (بانجالا)। আর "স্তান" শব্দটা এসেছে আবেস্তানী (পশ্চীম সংস্কৃত/খারোষ্টী) শব্দ "স্থান" থেকে, এর অর্থ এলাকা বা দেশ। তার মানে এটাও ইসলামী কিছু নয়। দেশের নাম পালটে "দৌলত-উল-বাঞ্জালা" (دولة البانجالا) করা যেতে পারে।
আর "আমার সোনার বাংলা" গানটা ঠিক রাখলাম, কিন্তু আরবীতে অনুবাদ করা যেতে পারে, যেমনঃ
يا بنغالي الذهبي
أحبك
إلى الأبد، سماؤك
هوائك يضبط قلبي
كما لو كان مزمارًا
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
এম ডি মুসা বলেছেন: জন্ম থেকে কিন্তু বাংলায় কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে জন্ম গ্রহণ করতেন। আল্লাহ নিশ্চয়ই কোরআন বাংলায় নাজিল করেছেন। বিদায় হজ্বে ভাসনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতি ভেদে আরব অন আরব উপর বিভেদ নেই। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা মানবেন??
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: জন্ম থেকে কিন্তু বাংলায় কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে জন্ম গ্রহণ করতেন। আল্লাহ নিশ্চয়ই কোরআন বাংলায় নাজিল করেছেন। বিদায় হজ্বে ভাসনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতি ভেদে আরব অন আরব উপর বিভেদ নেই। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা মানবেন??
আরে ভাই, একটু মজাক করলাম,
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৫
এম ডি মুসা বলেছেন: দেশ শব্দটি খাঁটি বাংলা শব্দ। এটা আমাদের দেশ । ১৯৫৬/৫৫ সালে পূর্ব বাংলার নাম ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন নাই। আমাদের দেশে আমরা বাংলা ভাষার আল্লাহ কে ডাকি। অবশ্য আল্লাহ তিনি সব ভাষা বুঝার ক্ষমতা রাখেন। আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক। সুন্দরভাবে চলুক।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩
ধুলো মেঘ বলেছেন: আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে। এই ম্যাড়ম্যাড়া জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে কোন দেশপ্রেমের অনুভূতি জাগায় না।