নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বিজ্ঞান অনেক কিছু করে পৃথিবীতে দেখিয়েছে। একটি আবিষ্কার জঞ্জাল পৃথিবীতে খুব দরকার।
অপরাধী সনাক্ত করণ, নিরপরাধী সনাক্ত করণ মনস্তাত্ত্বিক যন্ত্র বিজ্ঞানী আবিষ্কার করেছেন না কেন?
কোনো ঘটনার জিজ্ঞাসাবাদ সম্মুখীন হলে উক্ত ব্যক্তি সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে যন্ত্র বলে দিবে। Yes or No যে বিষয়ে জিজ্ঞেস বাদ করা হলে মনস্তাত্ত্বিক যন্ত্র ঘটনার সাথে সংশ্লিষ্ট নাকি নির্দোষ বলে দিবে। মনস্তাত্ত্বিক যন্ত্রের উপর দাঁড়ালে মানুষের সকল মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা যন্ত্রটি গ্রহণ করে নেবে। যন্ত্রকে প্রশ্ন করলে যন্ত্র উত্তর দেবে।
এমন যন্ত্র আবিষ্কারের ফলে,ষড়যন্ত্র মিথ্যা হয়রানি থেকে নিরপরাধ মানুষ বাঁচতে পারতো। আজ মানুষ প্রতিহিংসায় শত্রুতা উদ্ধার করতে যে কোনো মানুষকে হয়রানি করে। নির্দোষ মানুষকে শেষ করে দেয়। ক্ষণিকের এই পৃথিবীতে পঙ্গু করে দেয়। বিকৃত মস্তিষ্কের ক্ষমতার জোরে মানুষের ক্ষতি করে খিলখিলিয়ে হাসে। অপরাধী পাড় পেয়ে যায়। নির্দোষ মানুষ সর্বস্ব হারায়
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
এম ডি মুসা বলেছেন: আরে নাহ! তখন আরো সঠিকভাবে ভালোবাসা থাকবে। ধরা খাওয়ার ভয়ে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: যুক্তি দিয়ে মনস্তত্ত্ব জানতে হয়।এর জন্য গ্রীক ও রাশিয়ান ক্লাসিক উপন্যাস গুলি পড়া দরকার।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯
এম ডি মুসা বলেছেন: এটা সমস্যা আনতাশ ঠিয়া কথা বলা।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
শায়মা বলেছেন: মনস্তাত্তিক যন্ত্র যেদিন আবিষ্কার হবে সেদিন প্রেমিক আর প্রেমিক থাকবে না প্রেমিকা আর প্রেমিকা থাকবে না, হাসব্যান্ড আর হাসব্যান্ড থাকবে না ওয়াইফ আর ওয়াইফ থাকবেনা এমনকি মা বাবাও পর হয়ে যাবে হয়ত। কারণ মনের কথা জানিনা বলেই আমরা ভালো থাকি।