নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
রাজনীতি কে আবিষ্কার করেছেন? এটা যে উদ্দেশ্যে আবিষ্কার হয়েছে তার সুফল মিলছে না। রাজতন্ত্র এবং রাজনীতি ছাড়া এমন একটি সিস্টেম ব্যবহার করা উচিত। যেখানে ভোট প্রদান করবে মানুষ গ্রুপিং চলবে না। দলে দলে ভাগ হয়ে গ্রুপিং চলবে না। মানুষ মানুষের কৃতকর্ম উপর ভোট দিবেন। বিগত সরকারের আমলে একটা বিষয় খুব দুঃখ লেগেছে। কেনো দুঃখ লেগেছে দেশের কোন অধিকার আদায়ে আন্দোলন হলে বলা হতো বিরোধী দলের কাণ্ড। বিএনপির নেতাকর্মীরা উপর মামলা দিয়েছে যাদের ভিতরে নিরপরাধ মানুষ ছিলেন। মানুষ চাইলেই একটি মামলা দায়ের করে বসে। এটা কোন বাংলাদেশ?এটা কোন আইন? তখন এই কথা বললে খবর আছিলো। বাক স্বাধীনতা নেই বাংলাদেশে।
একজন নিরপরাধ মানুষকে হয়রানি করলে উক্ত বাদি তার সকল ক্ষতিপূরণ দেবে না কেন ? সমস্ত মানসিক শারীরিক আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার কঠোর আইন তৈরি করতে হবে। দেখলাম বর্তমানে যারা দোষী তাদের বিচার হোক। নিরপরাধ মানুষকে হয়রানি মামলা দেওয়ার জন্য বাদিকে ক্ষতিপূরণ দেয়ার বিধান চালু করতে হবে, না হলে এই খেলা প্রতিহিংসার খেলা কখনো বন্ধ হবে না। এই বাংলাদেশে শত্রুতার ব্যক্তিগত স্বার্থের যায়গা জমির লোভ বসত হামলা মামলার এই দেশ বসবাসের জন্য নিরাপদ নয়। ব্যক্তিগত শত্রুতা আছে যে কোন একটি ঘটনায় জড়িত করে দেয়। এমন বাংলাদেশ কে ঘৃণা করি। এরা হলো মানবাধিকার লঙ্ঘন কারী। এদেশের পুলিশ ভূমিকা। পৃথিবীর আর কোথাও নেই। থানা থেকে উকিলের ভূমিকা পাকিস্তান শাসনকে হার মানায়।
বাংলাদেশে জন্ম গ্রহণ করেছি বলেই দেশের খারাপ ভালো চোখে পড়ে দেখতেছি। ভিন্ন দেশের মানুষ হলে এইসব ফিরে ও দেখতাম না। একটা কথা বিশ্বাস করতে হবে, ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন আওয়ামীলীগ লোক তাকে ভুয়া ভুয়া স্লোগান শুরু করেছে। ওবায়দুল কাদের বলেছেন এরা কারা? এটা বুঝতে হবে আওয়ামীলীগ সরকার লোক ও তাদের দলের বিরুদ্ধে গিয়েছিল। দমন পীড়ন আগের সরকার করছে, আপনি সেই মামলা হামলা দিয়ে দমন পীড়ন করবেন আপনার বিরুদ্ধে সাধারণ জনতা চলে গেলে পতন হতে পারে। এই দেশে মানুষ ৮০% নিরপেক্ষ। যখন যে দল ক্ষমতায় আসে তার সাথে Yes Yes বলে। এই বাংলাদেশে নিজের জাতির কাছে নিজেরা আক্রান্ত।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪
আহরণ বলেছেন: অনিরাপদ দেশ.........।