নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মানুষ কী এখনো আদিম নেশায় আসক্ত?

০২ রা নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

মানুষ কি আদিম গুহা থেকে বেরিয়ে এসেছে? নাকি মানুষ এখনো বন্য স্বভাব পোষণ করে। আদিম যুগে মানুষ বেঁচে থাকার জন্য বন থেকে খাদ্য জোগাড় করতো। একটি সময় এসে পশু শিকার করে খেতো। আধুনিক যুগ পেরিয়ে প্রযুক্তির যুগে এসেও কি মানুষ পশু শিকার করে খায়? হ্যাঁ মানুষ এখনো বন্য স্বভাব প্রকৃতির নিয়মে চলছে। মানুষ সৃষ্টির সেরা জীব। কিছু মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। দুটো কথার দুটো চরম সত্য। মানুষ মানবতায় বিশ্বাস করে, তবে সেটা নিজের বেলায়। মানুষ মানবাধিকার সংস্থা করছে,মানুষ কর্তৃক পশুর কাজ কর্ম এখনো চলছে।

আপনরা কি বাস্তুসংস্থান কথা বলবেন, তাহলে আপনি আদিম গুহায় এখনো বাস করছেন। বাস্তুসংস্থানের কথা টানলে কিভাবে আপনি সৃষ্টির সেরা জীব হলেন। ঘাস ফড়িং কে খায় ব্যাঙ , ব্যাঙকে খায় সাপ এইভাবে চলছে । এটা তো একটা বন্য স্বভাব। আপনি মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে আপনি বন্য স্বভাব পোষণ করেন কেন? আপনি আগে পশু শিকার করে খেতেন আদিম যুগে, গরু ছাগল,হাস মুরগী সবকিছু খেতেন এখনো খাচ্ছেন ! সকলে বাঁচতে চায়। পৃথিবীর বুকে সকলে বংশবিস্তার করতে চায়। প্রাণী হত্যা বন্ধ করুন। আপনার লালসার শিকার একটি জীবন্ত প্রাণ! আপনি কিভাবে মানুষ হলেন। আপনি বন্য স্বভাব প্রকৃতির।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:০২

নতুন বলেছেন: আপনি মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে আপনি বন্য স্বভাব পোষণ করেন কেন? আপনি আগে পশু শিকার করে খেতেন আদিম যুগে, গরু ছাগল,হাস মুরগী সবকিছু খেতেন এখনো খাচ্ছেন ! সকলে বাঁচতে চায়। পৃথিবীর বুকে সকলে বংশবিস্তার করতে চায়। প্রাণী হত্যা বন্ধ করুন। আপনার লালসার শিকার একটি জীবন্ত প্রাণ! আপনি কিভাবে মানুষ হলেন। আপনি বন্য স্বভাব প্রকৃতির।

একটা বাঘকে কি আপনি ভেজিটেরিয়ান বানাতে পারবেন?

নিচের উপাদান ভেজিটেরিয়ান ডায়টে আপনি পাবেন না। কিন্তু মানুষের শরীরে এইগুলি দরকার আছে, অর্থ মানুষকে প্রানীজ আমিষ খেতে হবে।

Vitamin B12: Almost entirely found in animal products. Vegans can obtain it from fortified foods (like certain plant milks and breakfast cereals) or supplements.

Vitamin D3: While certain mushrooms provide Vitamin D2, D3 (the form most effectively used by the body) is generally animal-derived. Vegan D3 supplements from lichen are available.

Omega-3 Fatty Acids (EPA and DHA): While alpha-linolenic acid (ALA), a precursor to EPA and DHA, is found in plant sources like chia seeds and flaxseeds, the conversion rate is low. Algal oil supplements offer a vegan source of DHA and EPA.

Iron: Plant-based iron (non-heme) isn’t absorbed as efficiently as heme iron from animal sources. Eating vitamin C-rich foods alongside iron-rich plant foods can enhance absorption.

Protein: Most plant foods do not contain all essential amino acids in a single food source. However, by combining various sources (such as grains with legumes), vegans can obtain complete proteins.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.