নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাংলা কি বাংলা হবে

১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫




বাংলার বুকে বসতযোগ্য শান্তি কখন জুটবে?
দালাল মুক্ত দুর্নীতি ডুবে যেদিন সূর্য উঠবে।
বাংলার বুকে একটু বেরুলে পাই রক্তের ঘ্রাণ,
অধিকার থেকে স্লোগান থেকে ঝরছে সতেজ প্রাণ।

পরকে ঠকানো এই বাংলায় ছাড়ছে না কেউ আশা,
এই বাংলার মানুষ কি আর বুঝেন সভ্য ভাষা।
দালাল যখন কৃষক থেকেই কিনে আনছেন পণ্য,
তিন গুণ তার দাম বেড়ে যায় দেখছি সদয় বর্ণ।

নিম্ন আয়েই বাড়তি মূল্যে হচ্ছেন হতবাক,
এই বাংলাকে চুষে বিষাক্ত বুদ্ধির মৌচাক।
এখনো দখলে পথের সড়ক ক্ষমতার ধারে জিম্মি,
এখনো ক্ষেত্রে চলছে দালালি হতাশা-খায় ভিরমি।

বাংলার বুকে রাজনীতি নিয়ে চলছে চক্রবাক
শাসনের নামে শোষণের ভার চলছে মন্ত্র পাঠ।
বিদ্বেষ পুষে দমন পীড়ন ক্ষমতা টিকিয়ে রাখ,
নিজের ক্ষমতা থাকলে নাগালে মিথ্যাও সাধুবাদ।
দমন পীড়ন হাতিয়ার হবে বিরোধীর সবি দোষ,
নিজেদের দোষ থাকবে গোপন বিপক্ষ জনরোষ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:
বাংলা ভাষা চাই না।


উর্দুতে কথা কৈতে চাই।

১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০১

এম ডি মুসা বলেছেন: শেকড়ের টান আছে বংশের। আমি পিউর বাঙালি।

২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: কেমন আছো মুসা ভাইয়ু?

কবিতা সুন্দর হয়েছে। কিন্তু এত ভেবে কি হবে? যেমন চলছে চলুক। কিছু তো আসলে করার নেই আমাদের...... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.