নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
১৯৭১ সালে বাঙালি আত্মপরিচয় পায়। ১৯৭১ এর জন্য বাঙালির নিজস্ব একটি ভুখন্ড আছে। বাঙালির একটি দেশ আছে স্বাধীন দেশ।৭১ যুদ্ধের সময় রাজনীতিবিদ তারাই যুদ্ধ করে নাই। এই দেশের বৈষম্য দূর করতে সাধারণ মানুষযে যার স্থান থেকে যুদ্ধ করেছিলেন। কিন্তু বাঙালী যে আশা নিয়ে স্বাধীন হয়েছে তার ফল পায়নি। ৫০+ বছর পেরিয়ে সামনে পাবেন কি না কেউ জানে না। বাঙালি যাদের হাতে ক্ষমতা দেয়। জাতির অধিকারের কথা ভুলে নিজের কথাই ভাবে।। ২৪ এ অধিকার আদায়ে জন্য মুক্তি পেয়েছে। এই শহীদকে কতদিন মনে রাখবেন? দেশের সংস্কার না করে তো আগের মতো চলবে
১৯৪৭ তমুদ্দিন মজলিস থেকে শুরু করে ১৯৭১। ৭১ এর পর্যন্ত যাদের এক বিন্দু অবদান আছে। তাদের কেউকে ভুলে গেলে জাতির সাথে বেইমানি হবে ।গত আওয়ামীলীগ সরকার এর আমলে অনিয়ম দুর্নীতি হয়েছে। এটা স্বাধীনতার সাথে , শহীদের সাথে বেইমানি। কারণ শহীদ জীবন দিয়েছেন স্বচ্ছ স্বাধীন বাংলাদেশের জন্য। সকল ক্ষেত্রে স্বচ্ছ স্বাধীন হয়েছে কী? আগামীতে হবে কী?? এই প্রশ্ন রেখে আজকে আকাঙ্ক্ষার কথা শেষ করছে।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৯
এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের বর্তমান প্রজন্ম সকলে* স্বাধীনতার বিশ্বাস করেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। ঝামেলা তৈরি করে বিভক্ত দরকার নেই।। ১৯৭১ যারা দেশ বিরোধী ছিলেন তারা এতদিন মরে গেছে। এখন নতুন প্রজন্ম তাদের চিন্তা চেতনা সুন্দর।
২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৪
এস.এম.সাগর বলেছেন: যে বা যারা মহান মুক্তি যুদ্ধোকে অস্বীকার করে তারা বাংলাদেশ বিরোধী, রাজাকার। এবং যারা মহান মুক্তি যুদ্ধোকে কেন্দ্র করে তথাকতিথ চেতনার ব্যবসা করে তারাও বাংলাদেশ বিরোধী।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
এম ডি মুসা বলেছেন: সত্য সতত এর পক্ষে কাজ করার চেয়ে চেতনা আছে কি? সৎ মানুষ হয়ে কাজ করলে শহীদ জীবন দেওয়া স্বার্থক হয়।
৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৮
শাহিন-৯৯ বলেছেন:
৭১ সংস্কার হচ্ছে তবে মুছে ফেলা হচ্ছে না, লীগের মত না বুঝে লাফালাফি করা যাবে না, ৭১ সংস্কার হলো আমাদের স্বাধীনতার স্পপতি শুধুমা্ত্র শেখ মুজিবুর রহমান নয়, মাওলানা ভাসানী, সোহওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সকল সেক্টর কমান্ডার।
প্রশ্ন করতে পারেন সেক্টর কমান্ডাদের নাম কেন? ভাবুন তারা কিন্তু পাকিস্থানী সেনাবাহিনীর শপথ নেওয়া সৈনিক তাদের দায়িত্ব ছিল পাকিস্থানকে রক্ষা করা কিন্তু তারা জন্মভূমিকে ভালবেসে উল্টো নিজের সহকর্মীদের বুকে গুলি চালিয়েছে, যদি যুদ্ধে পরাজিত হতো রাজনীতিবিদদের আগে কিন্তু এসব সৈনিকদে আগে ফায়ার করে হত্যা করা হতো।
আমাদের মহান স্বাধীনতা একক কারোর অবদান নয়।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১
এম ডি মুসা বলেছেন: দেশ যদি চালাতে হয় ঐ যে সাতজন বীরশ্রেষ্ঠ মায়ের বাবা যদি বেঁচে থাকেন তার কথা মত দেশ চলবে। সেক্টর কমান্ডার মানে তুমি যুদ্ধ করো আমি হুকুমের রাজা। নেতৃত্ব যারা মারা গেছেন তাদের ইচ্ছার আকাঙ্ক্ষায় দেশ চলবে।
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
এম ডি মুসা বলেছেন: যুক্তি দিয়ে দেশ স্বাধীন হয়নি। রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে।
তাই যুক্তি পরে রাখুন, আগে শহীদের রক্তের দাবি।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
১৯৭১ বা বঙ্গবন্ধু বিএনপির জন্য কোন সমস্যা না।
সমস্যা জামাতি-হিজবুতি-ব্রাদারহুড গং দের। যারা বর্তমানে নেপত্থে সেনা প্রধানের ছত্রছায়ায় মুল ক্ষমতায়।
একাত্তোর বা বঙ্গবন্ধু ইউনুসেরও কোন সমস্যা হওয়ার কথা না। প্রচলিত সংবিধানটি বিএনপিরও সমস্যা না, অন্যান্ন রাজনৈতিক দলগুলোরও বিন্দুমাত্র কোন সমস্যা না। এই সংবিধানটি বহাল থাকলে জামাতের নিবন্ধন হয় না, রাজনীতিও করতেও বেশি সুবিধা পারবে না
সমস্যা একমাত্র জামাতের।
বর্তমানে কথিত সংস্কারএর নামে সবকিছু জামাতিকরন হচ্ছে।
সংবিধান পরিবর্তন এর নামে ৭১ এর নৃসংসতা সব ইতিহাস মুছে বাদ দিয়ে সব করতে চাচ্ছে।
৬| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৩৭
আহরণ বলেছেন: ভাইয়া, আপনার পূর্বপুরুষ কি রাজাকার?
৭| ১৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬
প্রামানিক বলেছেন: মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করে তাদের বিচারের আওতায় আনা দরকার আবার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা দরকার
৮| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৩
এনামেল হউক বলেছেন: @ আহরণ: তোর পূর্বপুরুষ যে শুকর সে বিষয়ে কোন সন্দেহ নাই। @ভুদাইয়া?
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: অন্যদেশের দাদাগিরি থেকে মুক্ত হতে না পারার দায় রাজনৈতিক দলগুলোর।মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও সামরিক শাসন ও আছে।