নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
কতকাল জিম্মি রবে এই বাংলাদেশ
দালাল নামে দুর্ধর্ষ ক্ষমতার ধারে,
আর কত প্রাণ যাবে নিষ্ঠুরের হাতে
কতকাল ভেঙে খাবে বাঙালির মাথা।
একটি গোষ্ঠীর মধ্যে জিম্মি ছিল দেশ
জিম্মি ছিল পথঘাট আর অধিকার,
হটিয়ে দিয়েছে ছাত্র দুর্ধষ দখল
আরেক গোষ্ঠী দখল করছে আবার।
রাজনীতির জন্য কী স্বাধীন হয়েছে
একাত্তরে মুক্তিযুদ্ধে একথা ছিল না,
নব্বই মুক্তি সংগ্রামে একথা ছিল না
চব্বিশে মুক্তির ডাকে একথা ছিল না।
তোরা কারা এই বল? তোদের কি দেশ!
যুগে যুগে জাতি গোষ্ঠী রবে পরাজিত
তোদের স্বার্থ খেলায় কপাল পুড়েছে
নিষিদ্ধ চাই এসব চাই চির মুক্তি ।
ছন্দ ৮+৬ প্রথম পর্ব ৮ পরের ৬
২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা
৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
সোনাগাজী বলেছেন:
কবিতা লিখছেন, ভালো।
কোমলমতিরা চাকুরী যোগাড় করেছে ( মানুষ মারা ); আপনি চাকুরী পাবার জন্য কোন একটা প্রফেশানেল ট্রেনিং নেন।
৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: আমি সুস্থ ধারার রাজনীতি চাই। হানাহানি, লুটপাটের রাজনীতি থেকে নিষ্কৃতি চাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: বাঙালির চরিত্র ঠিক নেই তাই এত সমস্যা। বলে এক করে আরেক!