নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মুসলমান হয়ে আল্লাহর হুকুম অস্বীকার করেন আপনি নিশ্চিত ভণ্ড!

২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

আসুন জীবনের চলার পথে আল্লাহ ও নবী (স) এর কিছু নির্দেশনা জেনে নেই
____________________________________________

(১)কেউ কাউকে (অন্যায়ভাবে) হত্যা করলে সে যেন পৃথিবীর গোটা মানবজাতিকে হত্যা করল।
আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবজাতিকে রক্ষা করল’। (সূরা: মায়িদা, আয়াত: ৩২)।।

(২)আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে।’ (সূরা আল ইমরান, (৪), আয়াত, ১১০)।

(৩)যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে সে-ই প্রকৃত মুসলিম
(হাদিস নং ২৬২৭। সহীহ বুখারী হাদীস)

(৪)কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)।

(৫)আল্লাহ তাআলা বলেন, ‘জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল (জাহান্নাম) কেমন।’ (সুরা শুআরা, আয়াত: ২২৭)

(৬)আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কোথায়?’ (সুরা আশ-শুআরা : আয়াত ২২৭)।

(৭)পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা অধিক অনুমান করা থেকে বিরত থাকো। কেননা কিছু কিছু অনুমান পাপতুল্য। একে অন্যের দোষ খোঁজাখুঁজি করো না এবং পরস্পরের নিন্দা করো না।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১২)।


এখানে সবগুলো হুকুমকে আপনি মানেন ??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: আল্লাহর হুকুম আমি শুনি নাই।অন্যে শুনেছে তারো কোন প্রমান নাই।আছে অন্যের লিখা কিতাব।এমন কিতাব হাজার হাজার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.