নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ছাত্র সমাজ

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮



তরুণ তাজা ছাত্র সমাজ,
পানি করায় দুরূহ কাজ।
ভয়কে তারা করেছে দূর,
দেখায় নতুন আগামী সুর।

সাহস যেরূপ বুকে ভরে,
দেশটা রক্ষায় উঠে পড়ে।
সঠিক ছন্দে অবিচল প্রাণ,
তাদের দিয়ে দেশকে-টান।

সত্য পথের নিচ্ছে শপথ,
মুছবে এবার ঐ কালো পথ।
তরুণ অরুণ ঐ কোথায় যাও।
দেশকে এবার এগিয়ে নাও।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

জেনারেশন৭১ বলেছেন:




আপনার ভবানাচিন্তায় সমস্যা আছে, কোন বিষয়ে আপনার সঠিক ধারণা আছে কিনা সন্দেহ

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭

কাঁউটাল বলেছেন: ফ্যাঁসিবাদের দোসর চাঁদগাজীর প্রেতাত্মারা ব্লগে ঘুরে বেড়াচ্ছে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: ছাত্র সমাজ আসলে নির্বোধ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.