নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম পালনে বাংলাদেশে কোথাও বাধা আছে?

১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়: কারণসমূহ

1. ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: এটি মানুষের আত্মশুদ্ধি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের মাধ্যম। রাজনীতির সঙ্গে মিশে গেলে এর পবিত্রতা নষ্ট হয়।
2. রাজনীতি পরিচ্ছন্ন নয়: রাজনীতিতে স্বার্থ, কৌশল, ও ক্ষমতার লড়াই থাকে, যা ধর্মের শান্তি ও ন্যায়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
3. বিভাজনের কারণ: ধর্ম নিয়ে রাজনীতি করলে বিভিন্ন ধর্ম বা মতের মধ্যে বিভেদ ও সংঘর্ষ বেড়ে যায়।
4. অস্থিরতা সৃষ্টি: ধর্মের নামে ভুল তথ্য বা প্রচারণা সমাজে অস্থিরতা, সহিংসতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করে।
5. সমাজের ঐক্য বিনষ্ট হয়: ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করলে জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বেড়ে যায়।
6. সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যায়: ধর্ম রাজনীতির সাথে মিশে গেলে আধ্যাত্মিক উন্নতি ও নৈতিকতার চর্চা ব্যাহত হয়।
7. দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা: অস্থিরতা ও সংঘাত সমাজের অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে।


করণীয়

1. প্রত্যেকের উচিত নিজের ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চা করা।
2. ধর্মকে শান্তি, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা আনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা।
3. রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখা এবং সম্প্রীতি বজায় রাখা।
4. শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ভ্রান্ত ধারণা দূর করা।
5. সবার উচিত "নিজের চরকায় তেল দেওয়া" অর্থাৎ নিজের কাজ ও ধর্মীয় দায়িত্ব সঠিকভাবে পালন করা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসল কথা হলো নিজের কাজ নিজে করো তাহলেই সকল সমস্যার সমাধান হবে।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে যে টা হয় এগুলোকে রাজনীতি বলে না! দলগুলোর প্রধান টারগেট একে অপরকে নিধন করে ক্ষমতায় আজীবন থেকে যাওয়া। এই যে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল আছে একটা মেইন লাইনে এরা এবারের অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করেছে কারণ তাদের নেতাগুলোকে ঝুলিয়ে দেয়া হয়েছে তাই। আপনি কি মনে করেন, এত সব জনগণের জন্য করেছে?

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনি মুখ খুললেই ভুল কথা বের হয়; সম্ভবত ইহার জন্য আপনার চাকুরী হচ্চে না।

ধর্ম হচ্ছে, পুরানোদিনের জীবনভাবনা, ইহার মাঝে সামন্তবাদী রাজনীতি আছে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮

এম ডি মুসা বলেছেন: চাকরি টা হচ্ছে না। আমার ভরণ পোষণ তো আপনি করাইতেছন। আপনার টা খেয়ে বেঁচে আছি। আপনার কাছে চাকরি মামা বাড়ির মোয়া‌ । আপনার বিরুদ্ধে গেলেই ভুল কথা বের হয়। হয়তো এটাই বুঝাতে পারছি, আপনাদের মত লোকদের জন্য চাকরি পাচ্ছি না। আল্লাহ আপনাদের এই জন্ম দিয়ে। মানুষের কপাল পুড়েছে।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ধর্ম থেকে দূরে থাকুন। ভালো থাকুন।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৩

কামাল১৮ বলেছেন: ধর্ম পালনে বাঁধা নাই,ধর্ম ত্যাগে বাঁধা আছে।হত্যা করা হয় ধর্ম ত্যাগ করলে।যেটা মানবতা বিরোধী অপরাধ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

রাসেল বলেছেন: ব্যক্তিগত অনৈতিক অর্জনের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা হয়। ধর্মকে ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থ অর্জন করতে পারছে না, তারা ধর্মের বিরোধিতা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.