নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

এই বাঙালি

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৪

এই বাঙালি সত্যের সাথে
মিথ্যা মিশায় মিথ্যার সাথে সত্য,
গুলে খাওয়ায় দুর্দিনে তার
এ সব রোগের পথ্য।

এই বাঙালি নিজের স্বার্থে
তিলকে বানায় তাল,
কুবুদ্ধি খুব ধরিয়ে দিলে
উঠে পিঠের ছাল।

এই বাঙালি মুক্তির আশায়
জীবন দিয়ে মরে,
সেই মুক্তিকে ভাগ করে দেয়
যুক্তি বাদির ঘরে।

এই বাঙালি সোজা যারে
একটু যদি পায়,
এমনে ধরে ওমনে ধরে
দুই হাতে কিলায়।

এই বাঙালি তালে তালে
সবকিছুতে ঠিক,
খালি শুধু কাজের বেলায়
ঘুরায় নিজের দিক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.