![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বাস্তবই হচ্ছে সত্য।
হিসাব করে স্বপ্নের সখী,
রংবিহনে তুমি আমি।
দিনানুদিনের পর আসবে যে রাত্রি,
তুমি আমিই দুজন দুজনার সঙ্গী।
গণনা করে দেখবে না আর দিনাঙ্ক,
আসবেনা আর বছর গুড়ে দিনান্ত।
হাতের উপর বাহু রাখে কাটবে ক্ষপা,
স্বপ্ননয় থাকবে জীবনের বাস্তবতা।
গোধূলির মৃদু ঝিলিক দেখে,
তবে কেন স্বপ্নটাই ভালোবাসবে।
গভীর রাতে স্বপ্নের আভিনয়ে সব হারিয়ে,
আমায় কাঁদাবে কল্পনায় তা সত্যি বলে।
ভোরের সুখ তাঁরা যাবে হারিয়ে ,
তবও আমি থাকি নিদ্রা স্বপ্নময়ে।
©somewhere in net ltd.