নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসবেনা এ অভিমানি বক্ষে ব্যথার ঢেউ, ব্যথায় পুড়ে ছাই হয়ে যায় আপন মনে কেউ।

মোঃ এন জামান

জীবনের বাস্তবই হচ্ছে সত্য।

মোঃ এন জামান › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে দিও ফুল

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩


তুমি আজও প্রতিদিনের মত দিলে আমায় ফুল,
সুবাস পেয়েছি ভালোবাসার অনুকূল।

সকাল হলেই আমার মন শুধু ভাবে,
অধুনা ভালোবাসা নিশ্রাম রয়ে যাবে।

ফুলের মাঝে পাইনি ভুল,
কাটার আঘাতে হারাইনি ঐ কূল।

লাল রংয়ের ফুলটি হৃদয়ে আসলো যখন,
শুধু তোমায় ভালোবাসি অন্তর বলে তখন।

বুকের ভিতর লুকিয়ে থাকা ব্যথা
প্রেমের স্মৃতি স্বপ্নে থাকে গাঁথা।

তোমার হাতের ফুলটি যখন পেয়েছি,
হৃদয় থেকে প্রেমের হাসি দিয়েছি।

হাত ধরে পথ চলেছি আমি আর তুমি,
তোমার সারাটি জীবন শুধুই ওগো আমি।

ফুলের পাপড়ি একান্ত আমার শুধু হয়,
তবে মধুর ভালোবাসার মিলন আর কারো নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.